X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বরিশালের ৮ রুটে বাস ধর্মঘট শুরু

বরিশাল প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০১৭, ০৪:০২আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ০৪:০৯

বরিশাল

মহাসড়কে থ্রিহুইলার যান চলাচল বন্ধ ও আমতলীতে আটক ১৮ বাস শ্রমিককের মুক্তির দাবিতে বৃহস্পতিবার থেকে বরিশালের আঞ্চলিক ৮টি রুটে বাস মালিক সমন্বয় সমিতির ডাকা ধর্মঘট শুরু হয়েছে। বাস ধর্মঘটের কারণে এ দিন সকাল থেকে বরিশাল রূপাতলী বাস টার্মিনাল দিয়ে বাউফল, দশমিনা, পটুয়াখালী, কুয়াকাটা, বরগুনা, আমতলী, নিয়ামতি ও বাকেরগঞ্জ রুটে বাস চলাচল করছে না।

এ ঘটনায় ভোগান্তিতে পড়া যাত্রীদের বিকল্প পথে বাড়তি ভাড়া দিয়ে যাতায়াত করতে হচ্ছে। 

বাস ধর্মঘটের বিষয়ে  জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। এ বিষয়ে মালিক বা শ্রমিক নেতারা তাকে অবহিত  করেনি। তবে যাত্রীদের কথা বিবেচনায় এনে তিনি দ্রুত এ সমস্যার সমাধান হবে বলে আশা করেন।

বরিশাল জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন বলেন, গত ১৩ ফেব্রুয়ারি বরগুনা জেলার আমতলী উপজেলা সদরের চৌরাস্তা মোড়ে থ্রি হুইলার যান চালকদের সঙ্গে বাস শ্রমিকদের সংঘর্ষ হয়।

এসময় বরগুনা মালিক সমিতির একটি বাস পুড়িয়ে দেয় প্রতিপক্ষ। উল্টো এই ঘটনায় ১৮ জন বাস শ্রমিককে আটক করা হয়।

এদের মুক্তি ও থ্রিহুইলার যান মহাসড়কে চলাচল বন্ধের দাবিতে বরিশাল, পটুয়াখালী ও বরগুনা এই তিন জেলার বাস মালিক সমিতি সংবাদ সম্মেলন করে দাবি মানার জন্য ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রশাসনকে সময় বেঁধে দেন।এর প্রতিকার না হওয়াতে বৃহস্পতিবার থেকে ধর্মঘট শুরু করেছেন তারা।

আমীর হামজা ও কবির মৃধা নামের দুই বাসশ্রমিক বলেন, তাদের চেয়ে আলফা-মাহিন্দ্রা অটো শ্রমিকদের সংখ্যা বেশি বলে তারা সড়কে ইচ্ছামাফিক গাড়ি দাঁড় করিয়ে রাখে ও যেখানে খুশি যাত্রী ওঠানামা করায়। এতে করে তাদের গাড়ি চালাতে সমস্যা হয় এবং প্রতিবাদ করলে বাস শ্রমিকদের মারধর, গাড়ি ভাংচুর করে থাকে। সড়কে বাস চালাতে তাদের নিরাপত্তা নেই। নিরাপত্তার নিশ্চয়তা পেলেই তারা পরিবহন ধর্মঘট তুলে নেবেন।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা