X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা দাবিতে রোডমার্চ সম্পন্ন

নীলফামারী প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০১৭, ০২:৩১আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৩৯

বাসদের রোডমার্চ ভারতের একতরফা পানি প্রত্যাহারের প্রতিবাদে এবং তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) রোডমার্চ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৫টায় ব্যারাজ সংলগ্ন সাধুর বাজারে পৌঁছে বাসদের নেতাকর্মীরা সমাবেশ করে দুই দিন ব্যাপী রোডমার্চের সমাপ্তি ঘোষনা করেন।

সমাবেশে রংপুর জেলা বাসদ সমন্বয়ক কমরেড আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ, কমরেড জাহেদুল হক মিলু, কমরেড রাজেকুজ্জামান রতন, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য ও নঁওগা জেলা বাসদ আহ্বায়ক জয়নাল আবেদীন মুকুল, বগুড়া জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম পল্টু, রংপুর জেলা সদস্যসচিব মমিনুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের রংপুর জেলা আহ্বায়ক সাদেক হোসেন প্রমুখ।

বক্তারা বলেন,  তিস্তার পানির প্রবাহ ১ হাজার ২’শ কিউসেক থেকে ২৩০ কিউসেকে নেমে আসার কারণ হিসেবে ‘ভারতের আগ্রাসী তৎপরতা, দেশে সরকারের ভ্রান্তনীতি ও দখল-দূষণের’ কথা উল্লেখ করেছেন। তারা বলেন, দেশের চতুর্থ বৃহত্তম নদী তিস্তায় শুষ্ক মৌসুম আসতে না আসতেই পানি প্রবাহ আশঙ্কাজনকভাবে কমে গেছে। তারা আরও বলেন, ২০ জানুয়ারি  তিস্তার পানি প্রবাহ ছিল  সর্বনিম্ন ৪’শ কিউসেক। ৩১৫ কিলোমিটার অববাহিকার ১১৫ কিলোমিটার ক্যাচমেন্ট এরিয়ার ১৭ শতাংশ পড়েছে বাংলাদেশে। তিস্তা

তারা বলেন, তিস্তা আন্তর্জাতিক নদী হওয়া সত্ত্বেও ভারত একতরফা বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদন ও ৫ লাখ ৪০ হাজার হেক্টর জমিতে সেচের জন্য পানি প্রত্যাহার করছে। ভারত আন্তর্জাতিক নিয়ম-নীতি লঙ্ঘন করে আরও ৫৪টি নদীর উপর একতরফাভাবে বাঁধ নির্মাণ করছে। তাই আমাদের রোডমার্চের মত কর্মসূচি পালন করতে হচ্ছে।

এর আগে বাসদ রংপুর ও রাজশাহী বিভাগের উদ্যোগে বগুড়ার সাতমাথা থেকে বুধবার সকাল ১১টায় রোড মার্চ শুরু করে। যার উদ্বোধন করেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান। ১০টি গাড়ির এই রোডমার্চ মহাস্থানগড়, মোকামতলা, ফাঁসিতলা, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, ধাপেরহাট ও রংপুর-পীরগঞ্জ, সঠিবাড়ি, মিঠাপুকুরসহ বিভিন্ন স্থানে পথসভা-সমাবেশ শেষে রংপুরে এসে রাত্রী যাপন করেন। বৃহস্পতিবার সকাল ১১টায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে সমাবেশের মাধ্যমে নীলফামারীর তিস্তা ব্যারাজ অভিমুখে রোড মার্চ শুরু করে। পথে পাগলাপীর, তারাগঞ্জ, কিশোরীগঞ্জ ও জলঢাকার  বিভিন্ন স্থানে পথসভা করে।

/এফএস/

আরও পড়ুন-

'শিক্ষকরা যতটুকু জানেন ততটুকু ইংরেজি ছাত্রদের শেখাতে হবে'

নির্বাচন কমিশনের প্রথম সফর বাঘাইছড়িতে

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েলে একাধিক হামলার দাবি হিজবুল্লাহর
ইসরায়েলে একাধিক হামলার দাবি হিজবুল্লাহর
এমপির ছেলের কাছে ৭০৩ ভোটে হারলেন জেলা আ.লীগের সভাপতি
এমপির ছেলের কাছে ৭০৩ ভোটে হারলেন জেলা আ.লীগের সভাপতি
এএফসি নারী চ্যাম্পিয়নস লিগে ভারত আছে, নেই বাংলাদেশ
এএফসি নারী চ্যাম্পিয়নস লিগে ভারত আছে, নেই বাংলাদেশ
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা