X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়া প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৫৮আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৫৮

বগুড়া বগুড়ার শেরপুরের গাড়িদহ ও শহরতলীর মাটিডালি এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালক ও বাসের হেলপারসহ তিনজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার বগুড়ার বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা এসব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় নিহতরা হলেন- নওগাঁর বেজাহার গ্রামের আফজাল হোসেনের ছেলে বাসের হেলপার দুলাল মিয়া (৪০), ট্রাকের চালক অজ্ঞাত (৩২) ও বগুড়া শহরতলির বাঘোপাড়া সুলতানপাড়ার মৃত আবদুল বারীর ছেলে মেকানিক্স আবু মুসা (১৪)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নওগাঁ ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতি পরিবহনের একটি বাস শুক্রবার বেলা সোয়া ১টার দিকে শেরপুরের গাড়িদহ এলাকায় পৌঁছালে সামনের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বিপরীতমুখী বগুড়াগামী একটি ট্রাককে সামনে থেকে ধাক্কা দেয়। এতে দুটি যানবাহনের সামনে অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই বাসের হেলপার দুলাল মারা যান। আহত ১১ জনকে শজিমেক হাসপাতালে ভর্তি করলে সেখানে অজ্ঞাত পরিচয় ট্রাকচালক মারা যান।
এদিকে, বগুড়ার ফুলবাড়ি ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, শুক্রবার বেলা ১টার দিকে মেকানিক্স আবু মুসা বাইসাইকেলে শহরের দিকে আসছিল। সে মাটিডালি বিমান মোড়ের কাছে মহাসড়কে পৌঁছালে ঢাকাগামী একটি অজ্ঞাত ট্রাক তাকে পিষ্ট করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মুসার মৃত্যু হয়।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!