X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মন্দিরে চুরির পর ধর্মীয় বই ও প্রচারপত্রে আগুন

জয়পুরহাট প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:২২আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:২৫

জয়পুরহাট

জয়পুরহাট সদর উপজেলার বেল আমলা বারো শিবালয়ের রাধা-গোবিন্দ মন্দিরে পিতলের দুটি গণেশ মুর্তি চুরি করেছে দুর্বৃত্তরা। এরপর তার ধর্মীয় বই ও প্রচারপত্র আগুন দিয়ে পুড়িয়ে পালিয়ে যায়। খবর পেয়ে জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনও মামলা হয়নি।

পুলিশ ও মন্দির কমিটি সূত্রে জানা গছে, বৃহস্পতিবার রাতের যে কোনও সময় মন্দিরের কলাপসিবল গেটের তালা ভেঙে দুর্বৃত্তের দল রাধা-গোবিন্দ মন্দিরে থাকা দুটি ধর্মীয় বই এবং প্রচার পত্রগুলো পুড়ে দেয় মন্দিরের ভেতরেই। সেখানে রক্ষিত ৫০০ গ্রাম ওজনের  দুটি পিতলের তৈরি গণেশ মূর্তি, দুটি কাঁসার থালা ও গ্লাস নিয়ে পালিয়ে গেছে। শুক্রবার সকালে নিয়মিত পূজা করতে এসে মন্দিরের পূজারী (ঠাকুর) শিতু মহন্ত চুরি ও বই-পত্রে আগুন দেওয়ার বিষয়টি দেখতে পেয়ে মন্দির কমিটির সাধারণ সম্পাদককে খবর দিলে বিষয়টি জানাজানি হয়। খবর পেয়েই জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

শুক্রবার সকাল ১১টায় মন্দিরে গিয়ে দেখা যায়, মন্দিরের পূর্ব পাশে রাধা গোবিন্দের মন্দির। মন্দিরের মেঝেতে কাগজ পোড়ানোর ছাই।

মন্দিরের পূজারী জানান, মন্দিরের তালা ভেঙে গণেশের দুটি মূর্তি, কাঁসার থালা ও গ্লাস নিয়ে গেছে। পূজার উপকরণ তছনচ করে ভেতরে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি শিব মন্দির কমিটিকে জানান।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এখনও এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা খুঁজে বের করতে পুলিশ কাজ শুরু করেছে।

 /এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!