X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

দক্ষিণাঞ্চলে ৮ রুটে চলছে দ্বিতীয় দিনের বাস ধর্মঘট

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০১৭, ২১:০২আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ২১:০৮

পটুয়াখালীতে বাস ধর্মঘটে জেলা টার্মিনাল থেকে ছাড়ছে না কোনও বাস মহাসড়কে থ্রি হুইলার যান চলাচল বন্ধ ও আমতলীতে আটক ১৮ বাস শ্রমিককের মুক্তির দাবিতে দক্ষিণাঞ্চলের আটটি রুটে আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনের মতো চলছে বাস ধর্মঘট। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় যাত্রীরা। নির্দিষ্ট গন্তব্যে যেতে সমস্যায় পড়ছেন তারা। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে বরিশাল, পটুয়াখালী ও বরগুনার বাস মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদের ডাকে এ ধর্মঘট শুরু হয়েছে।
বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।
আমাদের পটুয়াখালী প্রতিনিধি জানিয়েছেন, অনির্দিষ্টকালের জন্য ডাকা এই ধর্মঘট দ্বিতীয় দিনেও অব্যাহত থাকায় বিশেষ করে ঝামেলায় পড়েছেন ঢাকা থেকে পটুয়াখালীতে আসা দোতলা লঞ্চের যাত্রীরা। যাত্রীরা অভিযোগ করছেন, হঠাৎ করেই এই ধর্মঘট শুরু হওয়ায় ঢাকা থেকে লঞ্চযোগে পটুয়াখালী পৌঁছে বিপাকে পড়েছেন।
তবে পটুয়াখালী বাস মালিক সমিতির সভাপতি রিয়াজ মৃধা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মালিক শ্রমিক সমন্বয় পরিষদের দাবি না মানলে বাস ধর্মঘট প্রত্যাহার করা হবে না।’
আমাদের বরগুনা প্রতিনিধি জানিয়েছেন, টানা ধর্মঘটে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে দূরপাল্লার যাত্রীদের। তাছাড়া গুরুত্বপূর্ণ কাজে বরিশাল বা ঢাকাও যেতে পারছেন না স্থানীয়রা।
এদিকে, বাস ধর্মঘট নিরসনে বরগুনার বাস মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদের সঙ্গে সভা করেছে বরগুনা জেলা প্রশাসন। সভায় বরগুনার পরিবহন নেতারা প্রশাসনকে জানিয়েছেন, একাধিক জেলার বাস মালিক ও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ডাকা হয়েছে বলে তারা এককভাবে এই ধর্মঘট প্রত্যাহার করতে পারবেন না। এর প্রেক্ষতে তিন জেলার পরিবহন নেতাদের নিয়ে আজ রাতেই একটি বৈঠক ডেকেছে জেলা প্রশাসন।
প্রসঙ্গত, ১৩ ফেব্রুয়ারি বরগুনা জেলার আমতলী উপজেলা সদরের চৌরাস্তা মোড়ে থ্রি হুইলার যান চালকদের সঙ্গে বাস শ্রমিকদের সংঘর্ষ হয়। এসময় বরগুনা মালিক সমিতির একটি বাস পুড়িয়ে দেয় প্রতিপক্ষ। এই ঘটনায় ১৮ জন বাস শ্রমিককে আটক করা হয়।
এদের মুক্তি ও থ্রিহুইলার যান মহাসড়কে চলাচল বন্ধের দাবিতে বরিশাল, পটুয়াখালী ও বরগুনা জেলার বাস মালিক ও শ্রমিন নেতারা সংবাদ সম্মেলন করে দাবি মানার জন্য ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রশাসনকে সময় বেঁধে দেন। এর প্রতিকার না হওয়ায় বৃহস্পতিবার থেকে ধর্মঘট শুরু করেছেন তারা।

আরও পড়ুন-

বরিশালের ৮ রুটে বাস ধর্মঘট শুরু

'সুষ্ঠু নির্বাচন না হলে দেশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে'

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে শোকজ
কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে শোকজ
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
ওমরা পালনে সৌদি গেলেন পাটমন্ত্রী
ওমরা পালনে সৌদি গেলেন পাটমন্ত্রী
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা