X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

নতুন ইসির প্রথম পরীক্ষা বাঘাইছড়ি পৌর নির্বাচন আজ

জিয়াউল হক, রাঙামাটি
১৮ ফেব্রুয়ারি ২০১৭, ০৭:৪০আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ০৮:৩১

প্রধান নির্বাচন কমিশনারসহ অপর চার কমিশনার শপথ গ্রহণের চার দিনের মাথায় সদ্য গঠিত নির্বাচন কমিশনের প্রথম পরীক্ষা বাঘাইছড়ি পৌরসভা নির্বাচন। আজ শনিবার  (১৮ ফেব্রুয়ারি) এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। তবে এ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে নতুন নির্বাচন কমিশন।

শুক্রবার সকালে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেন চৌধুরী নির্বাচনি এলাকায় মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, ‘কোনও প্রকার বিশৃঙ্খলা বরদাশত করা হবেনা। নির্বাচনে জিরো টলারেন্স অনুসরণ করা হবে।’

এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. নাজিম উদ্দিন নির্বাচনের প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন।

জানা গেছে, বাঘাইছড়ি পৌরসভার ৯টি কেন্দ্রের ৩৩টি বুথ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফলে বিশৃঙ্খলা ঠেকাতে পর্যাপ্ত পরিমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যও নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রের ভেতরে দশজন ও  বাইরে দশজন করে পুলিশ সদস্য থাকছে। এছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসেবে তিনটি পুলিশ টিমের সঙ্গে দুই প্লাটুন বিজিবি। আর র‌্যাব সেভেনের চৌকষ বাহিনীও এসে পৌঁছেছে ভোট কেন্দ্র এলাকায়। এছাড়া ভ্রাম্যমাণ আদালতসহ সার্বক্ষণিক একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ মোট পাঁচজন ম্যাজিস্ট্রেট, একজন অতিরিক্ত জেলা প্রশাসক, দুজন অতিরিক্ত পুলিশ সুপারও সার্বক্ষণিক নির্বাচনি এলাকায় দায়িত্ব পালন করবেন।

আরও জানা গেছে, ৯টি কেন্দ্রে নয়জন প্রিজাইডিং অফিসারের পাশাপাশি মোট ৩৩ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ৬৬ জন পোলিং অফিসার থাকছে। এছাড়াও শুক্রবার বিকেলের আগেই ব্যালট বক্সসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।

এদিকে, সরকার দলীয় প্রার্থী জাফর আলী খানের বিরুদ্ধে লিখিত অভিযোগে স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান জানান, ‘নির্বাচনের দিন সকাল দশটার মধ্যেই নৌকা প্রতীকের পক্ষে কেন্দ্র দখলে নেওয়ার জন্য প্রতি কেন্দ্রের জন্য দশজন করে ক্যাডার আনা হয়েছে। এসব বহিরাগতদের চিহ্নিত করে নির্বাচনি এলাকা থেকে বের করে দিতে আবেদন করা হয়েছে।’

এই বিষয়ে রিটার্নিং অফিসার নাজিম উদ্দিন জানান, ‘যে অভিযোগ করা হয়েছে সে ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। সুনির্দিষ্টভাবে কোথায় কতজন বহিরাগত অবস্থান নিয়েছে তা দেখিয়ে দিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। তবে মৌখিক অভিযোগের কোনও ভিত্তি নেই।’

নির্বাচনকে প্রভাবিত করার জন্য কোনও প্রকার চাপ আছে কিনা? প্রশ্নের জবাবে রিটার্নিং অফিসার নাজিম উদ্দিন জানান, ‘এত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকতে চাপ অনুভব করার কোনও প্রশ্নই আসেনা।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের সংশোধনের উপায় কী
অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের সংশোধনের উপায় কী
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে