X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রুয়েটে ধর্মঘট স্থগিত, রবিবার ক্লাসে ফিরবেন শিক্ষকরা

রাবি প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৩৩আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৩৭

রুয়েট

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট সাময়িক স্থগিত করেছে শিক্ষক সমিতি। শনিবার দুপুরে সমিতির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আগামী তিন সপ্তাহের মধ্যে শিক্ষকদের দাবি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ব্যবস্থা না নিলে ফের আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল আলীম।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিক্ষক সমিতির সভায় সাময়িকভাবে ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী তিন সপ্তাহের মধ্যে কর্তৃপক্ষ এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার বিষয়ে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’

৬ ফেব্রুয়ারি থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে ধর্মঘট পালন করে আসছেন শিক্ষকরা। শিক্ষকদের অভিযোগ, ৩৩ ক্রেডিটবাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে শিক্ষকদের অবরুদ্ধসহ বিভিন্নভাবে হেনস্তা করেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম-ফেসবুকে শিক্ষকদের নিয়ে বাজে মন্তব্যও করা হয়। ওই আন্দোলনে শিক্ষকদের জিম্মি করে দাবি আদায়ে উসকানিদাতা ও অসৌজন্যমূলক আচরণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়ে ধর্মঘট ডাকেন শিক্ষকরা।

প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি থেকে ১৪ ও ১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ৩৩ ক্রেডিট পদ্ধতি বাতিলের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন নামে। টানা আন্দোলনের পর ৫ ফেব্রুয়ারি কর্তৃপক্ষ দাবি মেনে নিলে শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করে।

এরপর শিক্ষার্থীদের বিরুদ্ধে শিক্ষকদের জিম্মি করে দাবি আদায় ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে ওইদিন রাতেই অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্ত নেয় শিক্ষক সমিতি। সোমবার (৬ ফেব্রুয়ারি) থেকে তারা এই কর্মসূচি পালন করে আসছিলেন। ৮ ফেব্রুয়ারি রুয়েট প্রশাসন শিক্ষকরে আনা অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কম্পিউটার সায়েন্স-এর পরিচালক অধ্যাপক ড. শহীদ উজ জামানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট অ্যালার্ট জারি
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট অ্যালার্ট জারি
জিমি নেই, তারপরও খেলতে নামছে মোহামেডান
জিমি নেই, তারপরও খেলতে নামছে মোহামেডান
বায়ার্নের কোচ হওয়া থেকে এক ধাপ দূরে জিদান
বায়ার্নের কোচ হওয়া থেকে এক ধাপ দূরে জিদান
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!