X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

বিলুপ্ত ছিটমহলবাসীকে এলজিআরডি মন্ত্রীর প্রশ্ন, আমরা ভোট কাকে দেবো?

লালমনিরহাট প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৫৩আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৫৪

লালমনিরহাটে এলজিআরডি মন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেছেন, ‘আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। দেশের উন্নয়নও আওয়ামী লীগ সরকারই করবে। আমরাই তো আপনাদের কাছে বারবার আসছি এবং সাথেই আছি। কই বিএনপি-জামায়াতের কেউ তো আপনাদের কাছে আসে না। বিপদে-আপদে থাকে না। আপনাদের উন্নয়ন করেন না। তাহলে আমরা ভোট কাকে দেবো?’

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের অভ্যন্তরে অবস্থিত বিলুপ্ত ভিতরকুটি ছিটমহলে নবনির্মিত শহীদ মিনার চত্বরে নতুন বাংলাদেশিদের সঙ্গে  মতবিনিময় সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি কুড়িগ্রাম সার্কিট হাউজ থেকে সড়ক পথে লালমনিরহাটের কুলাঘাট ইউনিয়নে অভ্যন্তরে বিলুপ্ত ভিতরকুটি ও বাঁশপচাই ছিটমহলের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন। মতবিনিময় শেষে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ও কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মধ্যে নির্মাণাধীন দ্বিতীয় ধরলা সড়ক সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং কুড়িগ্রামের উদ্দেশে রওয়ানা দেন।

মতবিনিময় সভায় বিএনপি-জামায়াতের কঠোর সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘জনগণের কাছে না গিয়ে শুধু শুধু বিএনপির অভিযোগ দেশে গণতন্ত্র নাই। নতুন নির্বাচন কমিশন গঠনের আগেই তারা বললেন, ‘আমরা মানি না মানবো না’। তাদেরও (বিএনপি-জামায়াত) আমরা- মানি না মানবো না বলবো।’

মন্ত্রী আরও বলেন, ‘আমরা যা করি জনগণকে সাথে নিয়েই করি। ৬৮ বছর বিলুপ্ত ছিটমহলবাসীর উন্নয়ন হয়নি। ৬৮ বছর যে নিগৃহীত ছিলেন আজ সেইদিন আপনাদের থাকবে না। তিন বছর সময় নিলাম। আপনাদের উন্নয়ন আমরা করে দেবো। আমাদের আর কারও কাছে ভিক্ষা করতে হবে না। আমরাই এখন ভিক্ষা দেবো।’ লালমনিরহাটে এলজিআরডি মন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে তিনি বলেন, ‘স্বাধীনতা পদক বাতিল হয়ে গেছে। ঢাকা কিংবা বগুড়ার রাজপথে কাউকে আন্দোলন করতে দেখা গেল না। যদি আওয়ামী লীগের কারও স্বাধীনতা পদক যেত তাহলে সারাদেশে প্রতিবাদের আগুন জ্বলতো। কারণ বিএনপি-জামায়াতের সাথে জনগণ নাই। তারা আওয়ামী লীগ এন্টি ভোটারদেরও ছায়া দিতে পারছে না। শুধু মিডিয়ার সামনে সংবাদ সম্মেলন করে নিজের চেহারাটা দেখাচ্ছে, আর সবকিছুই শুধু শুধু মানি না মানবো না হুংকার দিচ্ছে। তাতে কোন লাভ হবে না।’

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের সমালোচনা করে তিনি বলেন, ‘আপনার এলাকার ছাওয়ালের সাথে মহাজোট হয়েছে বলে এ অঞ্চলের আসনগুলো আমরা ছেড়ে দিয়েছিলাম। তার মানে এই নয় যে তাদের আমরা ইজারা দিয়ে দিয়েছি। তারা দূরে আছে দূরেই থাকুক।’

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন, পুলিশ সুপার এসএম রশিদুল হক, বিলুপ্ত ছিটবাসীর পক্ষে হারুনুর রশীদ, কুলাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাজাহান আলী সরকার প্রমুখ।

/এফএস/ 

আরও পড়ুন- 


বাঘাইছড়ি পৌর নির্বাচন: জিরো টলারেন্সের নির্দেশ ইসি’র

সম্পর্কিত
সর্বশেষ খবর
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
মুজিবনগর দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী
মুজিবনগর দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী
আইইউবিতে অনুষ্ঠিত হলো জলবায়ু বিজ্ঞানী সালিমুল হক স্মারক বক্তৃতা
আইইউবিতে অনুষ্ঠিত হলো জলবায়ু বিজ্ঞানী সালিমুল হক স্মারক বক্তৃতা
আগামী সপ্তাহে থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী
আগামী সপ্তাহে থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে