X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাঘাইছড়ির ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন, চলছে গণনা

রাঙামাটি প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:২৬আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:১৪

বাঘাইছড়িতে ভোটগ্রহণ শেষে চলছে ভোটগণনা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হলো পার্বত্য পৌরসভা রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার ভোটগ্রহণ পর্ব। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ পৌরসভার কেন্দ্রগুলোতে একনাগাড়ে ভোট গ্রহণ করা হয়। পৌরসভার কোনও কেন্দ্রে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি। এখন এখানকার কেন্দ্রগুলোতে চলছে ভোটগণনা। নবগঠিত নির্বাচন কমিশনের অধীনে এটিই প্রথম নির্বাচন।
দেশের সীমান্তবর্তী দুর্গম বাঘাইছড়ি পৌরসভা গঠিত হওয়ার পর এটি দ্বিতীয় নির্বাচন। আজ সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। নির্বাচনে মেয়র পদে তিনজন, সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১০ হাজার ১৭৭ জন। কেন্দ্রে মহিলা ভোটের সংখ্যা পুরুষের তুলনায় অনেক বেশি। নির্বাচনে পুলিশের পাশাপাশি বিজিবি টহলও জোরদার করা হয়েছে। এছাড়া নির্বাচনি এলাকায় র‌্যাবের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

ভোটগণনার জন্য নিয়ে যাওয়া হচ্ছে ব্যালট বাক্স নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জাফর আলী খান, স্বতন্ত্র প্রার্থী সাবেক আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান আজিজ ও বিএনপি প্রার্থী ওমর আলীর মধ্যে মেয়র পদে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বলে জানিয়েছেন ভোটাররা।

নির্বাচন চলাকালে বিএনপির মেয়র প্রার্থী ওমর আলী বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে এবং কোনও অভিযোগ নেই।’
আওয়ামী লীগ প্রার্থী জাফর আলী খান জানান, নির্বাচন খুব সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। তবে তিনি স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমানের বিরুদ্ধে চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলা থেকে ক্যাডার বাহিনী এনে জমায়েত করা হয়েছে বলে অভিযোগ করেন।
ভোটগণনার জন্য প্রস্তুত নির্বাচনি কর্মকর্তারা এদিকে স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান আওয়ামী লীগ প্রার্থীর লোকজন তাঁর কর্মী-সমর্থকদের বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছেন বলে জানান। বিষয়টি তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছেন বলেও জানান।

তিন প্রার্থীই এখনও নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী ।

রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পর্যাপ্ত পরিমাণ পুলিশ সদস্য মোতায়ন রয়েছে। যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি ও র‌্যাবের টহল জোরদার করা হয়েছে।

আরও পড়ুন-

নতুন ইসির প্রথম পরীক্ষা বাঘাইছড়ি পৌর নির্বাচন আজ

বাঘাইছড়ি পৌর নির্বাচন: জিরো টলারেন্সের নির্দেশ ইসি’র

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি