X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ: সেনা কর্মকর্তাসহ নিহত ৪

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৫৯আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:২৫

 

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ: সেনা কর্মকর্তাসহ নিহত ৪

সিরাজগঞ্জের কামারখন্দে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সেনা কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় যানবাহনের আরও ২৫ জন। শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল পৌনে চারটার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে কামারখন্দ উপজেলার কোনাগাতিতে এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতাল ও থানা সূত্রে নিহতদের মধ্যে এক সেনা কর্মকর্তাসহ তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাদের মধ্যে সাভার সেনানিবাসের সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের লকেট প্রামাণিকের ছেলে শফিক আহমেদ সালাম (৫০) কর্মস্থল সাভার ক্যান্টনমেন্ট থেকে বাড়ি ফিরছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।

নিহতদের মধ্যে পরিচয় নিশ্চিত হওয়া অন্য দু’জন হলেন— শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের কাকলামারি গ্রামের মৃত শহিদ প্রামাণিকের ছেলে মেহের শেখ (৩৫) ও পাবনা পৌর শহরের ফজলুল হক সড়কের বাসিন্দা দীপ্ত চ্যাটার্জির ছেলে লিটন চ্যাটার্জি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি দাউদ হাসেন ও হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বাংলা ট্রিবিউনকে জানান, ঢাকা থেকে পাবনাগামী নাইটস্টার পরিবহনের একটি বাস মহাসড়কের ওই স্থানে বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে দুটি যানবাহনেরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে বাস-ট্রাকের দুই চালকসহ চারজন নিহত হন। আহত হন আরও ২৫ জন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। এখানকার জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. ফয়সাল আহম্মেদ বাংলা ট্রিবিউনকে জানান, নিহত চারজনের লাশ সদর হাসপাতালে রয়েছে। আহতদের মধ্যে ২৩ জনকে এই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন ডা. ফয়সাল।

ট্রাফিক ইন্সপেক্টর মিলাদুল হুদা বাংলা ট্রিবিউনকে জানান, মহাসড়কে এ দুর্ঘটনার কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটেছে। বিকাল পাঁচটার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া