X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘রাজশাহী আসলে আবার কালাই রুটি খাবো’

দুলাল আবদুল্লাহ, রাজশাহী
১৯ ফেব্রুয়ারি ২০১৭, ০৮:৪৫আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:২৯

কালাই রুটি খাচ্ছেন ওবায়দুল কাদের রাজশাহী জেলা হকি দলের সাবেক খেলোয়াড় আসাদুজ্জামান আসাদ প্রতিদিনই সকালে হাঁটতে বের হন। তবে শনিবারের সকালটা তার কাছে ছিল অন্যরকম। কারণ আচমকাই তিনি দেশের নীতিনির্ধারণী পর্যায়ের একজন ব্যক্তিকে খুব কাছে পেয়েছিলেন তিনি। শুধু কাছেই নয়, একসঙ্গে রুটিও খেয়েছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে আসাদুজ্জামান আসাদের কালাই রুটি খাওয়ার ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। আর রাজশাহী ঘুরে ও কালাই রুটি খেয়ে মুগ্ধ ওবায়দুল কাদের বলেছেন, তিনি বলেন, ‘আবার রাজশাহী আসলে আবার কালাই রুটি খাবো। রাজশাহীর প্রেমে পড়ে গেছি, না এসে পারবো না।’

বাংলা ট্রিবিউনকে আসাদ বলেন, ‘রাজশাহী নগরীর পদ্মার পাড়ে সকাল ৭টার দিকে হাঁটার পর আমি কালাই রুটি খাচ্ছিলাম। এমন সময় পায়ে হেঁটে বেশ কিছু ব্যক্তি কাছে আসেন। এর মধ্যে ছিলেন ওবায়দুল কাদের। তাকে দেখে আমি দাঁড়িয়ে সালাম দেই। রাজশাহীর বিখ্যাত কালাই রুটি খাওয়ার আবেদন জানালাম। স্যার (ওবায়দুল কাদের) আবেদনে সাড়া দিয়ে আমার হাতের রুটি একটু খেলেন। এরপর কালাই রুটির স্বাদ নেওয়ার পর তিনি নিজেই একটি রুটির অর্ডার দিলেন। আর খাওয়া শেষে রুটি তৈরি করা মহিলাকে জিজ্ঞাসা করলেন, ‘রুটির দাম কত?’ জবাবে মহিলা জানালেন ২০ টাকা। তিনি খুশি হয়ে মহিলার হাতে দুই হাজার টাকা দিলেন।’

তিনি আরও বলেন, ‘রাজশাহীতে দেশের শীর্ষ পর্যায়ের অনেক ব্যক্তি আসেন। কিন্তু এভাবে কাউকে জনগণের সঙ্গে মেলামেশা করতে দেখা যায় না। আমার খুব ভালো লাগছে। এরকম একজন আমাদের সঙ্গে সহজে মিশলেন। শুধু তাই নয়, আমরা অনেক কিছু নিয়ে তার সঙ্গে খোলামেলা আলাপ করলাম। তিনি কিছুই মনে করলেন না। খুব ভালো মানুষ। তাকে বললাম, যে আপনার মতো যদি অন্য নেতারাও সকালে উঠে সাধারণ মানুষদের সঙ্গে আড্ডা দিত, দেশ আরও কত এগিয়ে যেত।’ 

ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ও একজন মন্ত্রীর এমন আচরণ মুগ্ধ করেছে রাজশাহীবাসীকে। ফেসবুকে সেই কলাই রুটি খাওয়ার দুটি ছবি পোস্ট করে   মো. রুবেল লিখেছেন, ‘আমরা গর্বিত যে তিনি রাজশাহীর মাটিতে দুই দিন অবস্থান করে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। বক্তব্যের মধ্যে দিয়ে তিনি সব দলের কর্মীদের হাসির মাধ্যমে মন জয় করেছেন। বক্তব্যে তিনি শুধু বাঁশ দিয়েছেন রাঘব-বোয়ালদের। মিশেছেন সাধারণ মানুষের সাথে। খেয়েছেন পদ্মার পাড়ে মাটিতে বসে বানানো কালাই রুটি। প্রশংসা করেছেন সবুজ রাজশাহী নগরীর। বলেছেন, আমার স্বপ্নের প্রিয় শহর রাজশাহী শহর। রাজশাহীর তরুণদের নিয়ে সম্ভাবনার কথাও বলেছেন।’ কালাই রুটি খাচ্ছেন ওবায়দুল কাদের

এদিকে শনিবার দুপুরে রাজশাহী সরকারি মাদ্রাসা মাঠে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এই সিকিউরিটির জন্য মানুষের সঙ্গে মিশবো না এটা হতে পারে না। আজ (শনিবার, ১৮ ফেব্রুয়ারি) সকালে কালাই রুটি খেতে গিয়েছিলাম। তো এক লোক এসে আমাকে বলল, আপনাকে আমি দেখলাম যে ভোরবেলা উঠে এখানে এসেছেন, হাঁটছেন, আমাদের সঙ্গে কথা বলছেন, কালাই রুটি খাচ্ছেন। আর কোনও পলিটিশিয়ানরে তো সকালবেলা দেখি না। নেতারা তো সকালবেলা ঘুম থেকেই ওঠে না।’

এ ধরনের বক্তব্যে দেওয়ার সময় মঞ্চে উপস্থিত নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘সকালবেলা ফোন করে শেখ হাসিনাকে পাই, নেতাদের পাই না, পাই না, পাই না। সকালবেলা উঠতে হবে। সকালবেলা উঠলে দেখবেন অনেক কাজ করা যায়।’

তিনি আরও বলেন, ‘আগে আমি বলতাম আমার মায়াবী শহর চট্টগ্রাম। এখন আমি বলি আমার মায়াবী শহর রাজশাহী।’ তিনি বলেন, ‘আবার রাজশাহী আসলে, আবার কালাই রুটি খাবো। রাজশাহীর প্রেমে পড়ে গেছি, না এসে পারবো না।’

তিনি ছন্দ করে বলেন,‘আমার আর দেবার কিছু নেই, আছে শুধু ভালোবাসা, রেখে দিলাম তাই। আবার যদি ইচ্ছে করে আবার আসিব ফিরে, দুঃখ-সুখের ঢেউ  খেলানো পদ্মানদীর তীরে।’ 

/এফএস/

আরও পড়ুন- 


আ. লীগের ধানমণ্ডি কার্যালয়ে নেতাদের বিরুদ্ধে যত অভিযোগ

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা