X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

দাওয়াত করে অনুপস্থিত এক এমপি, মন্ত্রীর হাতে লাঞ্ছিত আরেকজন!

টাঙ্গাইল প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১১:২৫আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৫৫

সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব থানা এলাকায় যমুনা রিসোর্টে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে টাঙ্গাইল-৫ আসনের এমপি ছানোয়ার হোসেন লাঞ্ছিত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার রাতে মন্ত্রী রাজশাহী থেকে ফেরার পথে যমুনা রিসোর্টে আসার পর এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আওয়ামী লীগ নেতা। অনুষ্ঠানে উপস্থিত একাধিক নেতাকর্মী জানান, মন্ত্রীকে দাওয়াত করে টাঙ্গাইল-৪ আসনের এমপি হাসান ইমাম খান সোহেল হাজারী অনুপস্থিত ছিলেন, আর তার পক্ষে কথা বলতে গিয়েছিলেন ছানোয়ার।

দলীয় ও ঘটনাস্থলে উপস্থিত নেতাকর্মীরা জানান, শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে ওবায়দুল কাদের রাজশাহীর মাদ্রাসা মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সেখান থেকে ফেরার পথে রাতে যমুনা রিসোর্টে তাকে দাওয়াত দেন সদ্য নির্বাচিত টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ হাসান ইমাম খান সোহেল হাজারী। কিন্তু তিনি সেখানে উপস্থিত ছিলেন না। মন্ত্রী রিসোর্টে এসে জানতে চান, সোহেল হাজারী দাওয়াত দিয়ে নিজেই কেন উপস্থিত নেই। তখন সদর আসনের এমপি ছানোয়ার সোহেল হাজারীর পক্ষ নিয়ে কথা বলায় মন্ত্রী উত্তেজিত হয়ে যান। তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, ‘সে এক টাউট, তুমি এক টাউট। টাউটে টাউটের পক্ষে ওকালতি শুরু করেছ।’ মন্ত্রী এ কথা বলেই তার ওপড় চড়াও হয়ে তাকে তিনটি চড় দেন।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক যোয়াহেরুল ইসলাম, বাসাইল-সখিপুর আসনের এমপি অনুপম শাহজাহান জয়সহ বিভিন্ন উপজেলার চেয়ারম্যান এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে মোবাইলে ফোন করা হয় এমপি ছানোয়ার হোসেনের সঙ্গে। তিনি ‘পরে কথা বলবো’ বলেই ফোন রেখে দেন। এরপর তাকে ফোন করা হলে তিনি আর ফোন ধরেননি।

/পিএইচসি/এফএস/এসটি/

আরও পড়ুন: আ. লীগের ধানমণ্ডি কার্যালয়ে নেতাদের বিরুদ্ধে যত অভিযোগ

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
তামিমের ফেরা প্রসঙ্গে শান্ত, ‘সবার আগে উনার চাইতে হবে’
তামিমের ফেরা প্রসঙ্গে শান্ত, ‘সবার আগে উনার চাইতে হবে’
পশ্চিম তীরে ২ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েলি সেটেলাররা
পশ্চিম তীরে ২ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েলি সেটেলাররা
রিক্রুটিং এজেন্সিকে মানবিক হওয়ার আহ্বান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর
রিক্রুটিং এজেন্সিকে মানবিক হওয়ার আহ্বান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর
চুয়াডাঙ্গায় বইছে তীব্র তাপপ্রবাহ, তাপমাত্রা ৪০.৬ ডিগ্রি
চুয়াডাঙ্গায় বইছে তীব্র তাপপ্রবাহ, তাপমাত্রা ৪০.৬ ডিগ্রি
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা