X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

দাওয়াত করে অনুপস্থিত এক এমপি, মন্ত্রীর হাতে লাঞ্ছিত আরেকজন!

টাঙ্গাইল প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১১:২৫আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৫৫

সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব থানা এলাকায় যমুনা রিসোর্টে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে টাঙ্গাইল-৫ আসনের এমপি ছানোয়ার হোসেন লাঞ্ছিত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার রাতে মন্ত্রী রাজশাহী থেকে ফেরার পথে যমুনা রিসোর্টে আসার পর এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আওয়ামী লীগ নেতা। অনুষ্ঠানে উপস্থিত একাধিক নেতাকর্মী জানান, মন্ত্রীকে দাওয়াত করে টাঙ্গাইল-৪ আসনের এমপি হাসান ইমাম খান সোহেল হাজারী অনুপস্থিত ছিলেন, আর তার পক্ষে কথা বলতে গিয়েছিলেন ছানোয়ার।

দলীয় ও ঘটনাস্থলে উপস্থিত নেতাকর্মীরা জানান, শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে ওবায়দুল কাদের রাজশাহীর মাদ্রাসা মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সেখান থেকে ফেরার পথে রাতে যমুনা রিসোর্টে তাকে দাওয়াত দেন সদ্য নির্বাচিত টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ হাসান ইমাম খান সোহেল হাজারী। কিন্তু তিনি সেখানে উপস্থিত ছিলেন না। মন্ত্রী রিসোর্টে এসে জানতে চান, সোহেল হাজারী দাওয়াত দিয়ে নিজেই কেন উপস্থিত নেই। তখন সদর আসনের এমপি ছানোয়ার সোহেল হাজারীর পক্ষ নিয়ে কথা বলায় মন্ত্রী উত্তেজিত হয়ে যান। তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, ‘সে এক টাউট, তুমি এক টাউট। টাউটে টাউটের পক্ষে ওকালতি শুরু করেছ।’ মন্ত্রী এ কথা বলেই তার ওপড় চড়াও হয়ে তাকে তিনটি চড় দেন।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক যোয়াহেরুল ইসলাম, বাসাইল-সখিপুর আসনের এমপি অনুপম শাহজাহান জয়সহ বিভিন্ন উপজেলার চেয়ারম্যান এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে মোবাইলে ফোন করা হয় এমপি ছানোয়ার হোসেনের সঙ্গে। তিনি ‘পরে কথা বলবো’ বলেই ফোন রেখে দেন। এরপর তাকে ফোন করা হলে তিনি আর ফোন ধরেননি।

/পিএইচসি/এফএস/এসটি/

আরও পড়ুন: আ. লীগের ধানমণ্ডি কার্যালয়ে নেতাদের বিরুদ্ধে যত অভিযোগ

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন কুমিল্লার হুমায়ুন
ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন কুমিল্লার হুমায়ুন
কলেজ চত্বর থেকে অসুস্থ ভুবন চিল উদ্ধার
কলেজ চত্বর থেকে অসুস্থ ভুবন চিল উদ্ধার
নাহিদ সুলতানা যুথীসহ ৩ জনের জামিন আবেদন শুনতে হাইকোর্টের নতুন বেঞ্চ
নাহিদ সুলতানা যুথীসহ ৩ জনের জামিন আবেদন শুনতে হাইকোর্টের নতুন বেঞ্চ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: হাফিজ উদ্দীন
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: হাফিজ উদ্দীন
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই