X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নতুন কমিটিকে ঘিরে রাজশাহী মহানগর বিএনপিতে অভ্যন্তরীণ দ্বন্দ্ব

রাজশাহী প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৫৩আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১৮

বিএনপি রাজশাহী বিএনপির নতুন কমিটি ঘোষণার জের ধরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নেওয়ার দেড় মাস পর মহানগর বিএনপির কার্যালয়ের তালা খুলে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে কর্মীসভা করা হয়েছে। সদ্য ঘোষিত মহানগর কমিটি, বিএনপির চারটি থানা, সাংগঠনিক ৩৭টি ওয়ার্ড বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্বে শনিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় অনুষ্ঠিত ওই কর্মীসভায় নতুন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন থাকলেও সভাপতি রাজশাহীর বরখাস্তকৃত মেয়র মোহাম্মাদ মোসাদ্দেক হোসেন বুলবুল বা তার কোনও কর্মী-সমর্থককে দেখা যায়নি।

এর মধ্যে শনিবার বিকালে মহানগর বিএনপির মুখপাত্র ও মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক ডিকেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে বেড়েছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব। এতে বলা হয়, চলমান সংকট নিরসনে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে রাজশাহী মহানগর বিএনপির চার সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হলো। এতে সিনিয়র সহ-সভাপতি মো. নজরুল হুদা ও ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান পিন্টুর নাম থাকায় বৈরি হাওয়া বইছে বলে জানা যায়।

সিনিয়র সহ-সভাপতি পদে মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা ও ১ নম্বর যুগ্ম সম্পাদক হিসেবে মামুন অর রশীদ মামুনের নাম থাকার কথা ছিল বলে মহানগর বিএনপির একাংশের দাবি। এ প্রসঙ্গে নাজমুল হক ডিকেন বাংলা ট্রিবিউনকে জানান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মেয়র ও সাংসদ মিজানুর রহমান মিনু ও নগরের সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনের নির্দেশে তিনি এই বিজ্ঞপ্তি পাঠিয়েছেন।

কিন্তু দলের কেন্দ্রীয় কমিটি ঘোষিত ২১ সদস্যের কমিটিই বলবৎ রয়েছে জানিয়ে মোসাদ্দেক হোসেন বুলবুল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত বছরের ২৭ ডিসেম্বর দলের কেন্দ্র থেকে ঘোষিত ২১ সদস্যের কমিটি পরিবর্তনের কোনও সিদ্ধান্ত হয়নি। কেউ যদি জোর করে নতুন কমিটি ঘোষণা করে তাহলে সেটা অন্য বিষয়। এভাবে কোনও কমিটি ঘোষণার এখতিয়ার কারও নেই।’

সভাপতির বক্তব্যকে অস্বীকার করে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বললেন, ‘দলের হাইকমান্ডে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে মিজানুর রহমান মিনু, মোসাদ্দেক হোসেন বুলবুলসহ রাজশাহীর নেতারা ছিলেন। সভাপতি এখন অস্বীকার করলে কিছু বলার নেই। তবে আমরা একসঙ্গে রাজনীতি করতে চাই।’

অন্যদিকে সমঝোতা প্রশ্নে রাজশাহী মহানগর বিএনপির বর্তমান কমিটির সাধারণ সম্পাদকের অভিযোগ, একটি গোষ্ঠী দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে ভুল বুঝিয়ে ত্যাগী ও যোগ্য নেতাদের বাদ দিয়ে নতুন কমিটি ঘোষণা করেছিল। কিন্তু উদ্ভুত পরিস্থিতির পর চেয়ারপারসনের সঙ্গে তাদের কথা হয়েছে। তিনি সব ঠিক করে দেবেন বলে আশ্বস্ত করেছেন।

জানা গেছে, ফেব্রুয়ারি মাসের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। ওই কমিটিতে রাজশাহী বিএনপির শীর্ষ নেতা সাবেক সভাপতি মিজানুর রহমান মিনুসহ দলের ত্যাগী ও বঞ্চিত নেতাদের অন্তর্ভুক্ত করা হবে বলে জানান অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তার ভাষ্য, ‘এ নিয়ে নিজেদের মধ্যে আর ভুল বোঝাবুঝির কোনও অবকাশ নেই। আগামীতে মিনুর নেতৃত্বেই রাজপথে আন্দোলন সংগ্রামে সবাই মাঠে থাকবেন।’

রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ের তালা খুলে দেওয়ার পর এক প্রতিক্রিয়ায় মিজানুর রহমান মিনুর দাবি, তাদের মধ্যে কোনও ভেদাভেদ কিংবা কোন্দল নেই। কমিটি ঘোষণার পর দলের নেতাকর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝির জের ধরে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর এ মাসের মধ্যেই সবকিছু ঠিক হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মিনু।

প্রসঙ্গত, গত বছরের ২৭ ডিসেম্বর রাজশাহী মহানগর বিএনপির নতুন কমিটির দুই শীর্ষ পদ ঘোষণা করা হয়। মহানগর বিএনপির সভাপতি পদ থেকে বিএনপির উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুকে সরিয়ে কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক করা হয়েছে। আর রাজশাহী সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

ফলে মহানগর কমিটি থেকে দীর্ঘদিন পর ছিটকে পড়েন বিএনপির প্রভাবশালী নেতা সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। এ সময় মহানগর বিএনপির নতুন কমিটিতে তাকে অবমূল্যায়ন করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এরপর মিনুর সমর্থকরা রাজশাহী বিএনপি রক্ষা কমিটির নামে আন্দোলন করেন। গত বছরের ২৮ ডিসেম্বর রাতে মহানগর বিএনপি অফিসে তালা ঝুলিয়ে দেন তারা।

/বিটি/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়