X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম স্থগিত

পিরোজপুর প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৫৯আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৫৯

পিরোজপুর পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম উচ্চ আদালতের নির্দেশে তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সদস্য মো. আলমগীর হোসেন শরীফ  বৃহস্পতিবার উচ্চ আদালতে রিট আবেদন করলে বিচারক সৈয়দ মুহাম্মদ দস্তগীর হোসাইন ও বিচারক মো. আতাউর রহমান খান এর সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ মঠবাড়িয়ার মুক্তিযোদ্ধা বাছাই কার্যক্রম তিন  মাসের জন্য স্থগিত করেন। এদিকে, আলমগীর হোসেন শরীফ রিটে স্বাক্ষর করার বিষয়টি অস্বীকার করেছেন।

মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সদস্য আলমগীর হোসেন শরীফ জানান, মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম নিয়ে উচ্চ আদালতে যে রিট হয়েছে সেই রিট আবেদনে তিনি স্বাক্ষর করেননি। বিষয়টি তদন্তের দাবি জানান তিনি।

এদিকে, শুক্রবার মঠবাড়িয়া মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির আহ্বায়ক মো. বাচ্চু মিয়া আকন সংবাদ সম্মেলন করেন। মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রমকে বিতর্কিত করার জন্য কমিটির এক সদস্যের ভুয়া স্বাক্ষর দিয়ে রিট আবেদন করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে সংবাদ সম্মেলনে কেন উপস্থিত থাকলেন না এমন প্রশ্নের জবাবে আলমগীর হোসেন শরীফ জানান, তিনি অসুস্থ বলে সেখানে যাননি।

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা বাছাই কমিটির সদস্য সচিব এসএম ফরিদ উদ্দিন জানান,  উচ্চ আদালতের নির্দেশ পাওয়ার পর মুক্তিযোদ্ধা বাছাই কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। 

প্রসঙ্গত, ১১ ফেব্রুয়ারি থেকে মঠবাড়িয়ায় ৭২০ জন তালিকাভুক্ত মুক্তিযোদ্ধার যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি