X
বুধবার, ১৫ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মৌলভীবাজারে একজন আটক

মৌলভীবাজার প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৪৫আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৪৯

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মৌলভীবাজারে একজন আটক মৌলভীবাজারের বড়লেখা থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মুন্না আহমেদ নান্নু নামে একজনকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার দাসের বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মুন্না বড়লেখা থানার মাইজগ্রাম গ্রামের বাসিন্দা এবং বিয়ানীবাজার ডিগ্রি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র।

মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিকী এ তথ্য জানান। তিনি জানান, মৌলভীবাজার জেলা পুলিশ টিম ও ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্সের সহযোগিতায় গোয়েন্দার তথ্যে ফেসবুকে একটি ফেইক আইডির মাধ্যমে টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত একটি চক্রের সঙ্গে মুন্না আহমেদ নান্নুর সংশ্লিষ্টতা পায়। সে ফেসবুকে এসকে আব্দুল আলম নামে ফেইক আইডির মাধ্যমে চলতি এসএসি পরীক্ষার ঢাকা বোর্ডের বাংলা ২য় পত্র ও পদার্থ বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ছিল।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আটক মুন্না জানায়, ফেসবুকে নাইম রহমান ও আরিফুল ইসলাম নামের দুজনের সঙ্গে তার পরিচয় হয়। এরপর ফেসবুকে বন্ধুত্বের সুবাধে চলতি এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে টাকা রোজগারের লোভনীয় অফার আসে। তারা ওর কাছে ফোনে ও ফেসবুকে এমন অফার দেয়। তারা ওই ফেইক গ্রুপ আইডিতে তাকে অ্যাডমিন করে। সে ওই গ্রুপ আইডির ১৮ নাম্বার অ্যাডমিন ছিল। পরীক্ষার ১ ঘণ্টা, আধঘন্টা কিংবা আগের দিন রাতে ওই বিষয়ের প্রশ্নপত্র টাকার বিনিময়ে ওই গ্রুপের সদস্যদের হাতে পৌঁছাত তারা। আর টাকা লেনদেন হতো বিকাশের মাধ্যমে। প্রতিটি প্রশ্ন বাবত ১ হাজার থেকে ১ হাজার ৫শ টাকা নিলেও ওদের ওই টাকার অর্ধেক দিতো সে। অনেক সময় প্রশ্ন হাতে পেয়েও কথা মতো অনেকেই টাকা বিকাশে পাঠায়নি। এছাড়া কোনও প্রশ্ন থাকতো হাতে লিখা আর কোনটি থাকতো প্রিন্টে। তবে সব প্রশ্ন ঠিক থাকতো না। তারপরও থেমে থাকতো না তাদের এই কার্যক্রম।

তবে ওই ফেইক গ্রুপ আইডির অ্যাডমিনদের কাউকে সে চিন্ত বলে সে জানায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) রাশেদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) খন্দকার আশফাকুর রহমান ও গোয়েন্দা সংস্থা (ডিবি) ওসি মো. মারুফ হোসেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‌‘এখনও ঘুমালে মনে হয় জলদস্যুরা এই বুঝি গুলি করলো’
এমভি আবদুল্লাহর চিফ অফিসার‌‘এখনও ঘুমালে মনে হয় জলদস্যুরা এই বুঝি গুলি করলো’
‘দলীয় সাংবাদিক’ ও সাংবাদিকতায় অনাস্থা
‘দলীয় সাংবাদিক’ ও সাংবাদিকতায় অনাস্থা
‘আমাদের ছাড়াতে এয়ারক্রাফটের মাধ্যমে মুক্তিপণ দেওয়া হয়েছিল’
‘আমাদের ছাড়াতে এয়ারক্রাফটের মাধ্যমে মুক্তিপণ দেওয়া হয়েছিল’
লিগ্যাল এইড পরিচালনায় অসামঞ্জস্য তুলে ধরলেন প্রধান বিচারপতি
লিগ্যাল এইড পরিচালনায় অসামঞ্জস্য তুলে ধরলেন প্রধান বিচারপতি
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ