X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ইসলামি জলসায় সরকারবিরোধী ও উস্কানিমূলক বক্তব্য, গ্রেফতার ২

রাজশাহী প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০১৭, ০৪:৩২আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:২৫

গ্রেফতারের প্রতীকী ছবি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ইসলামি জলসায় সরকারবিরোধী ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, বাসুদেবপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ড সদস্য খইবুর রহমান লিটন ও বাসুদেবপুর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক খাদিমুল ইসলাম। রবিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি জানান, শনিবার রাতে গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের পাহাড়ারপুর নামাজ গ্রাম ঈদগাহ মাঠে ইসলামি জলসার আয়োজন করা হয়।এতে প্রধান বক্তা খুলনা আলিয়া মাদ্রাসার শিক্ষক শায়খ ইমান হাসান নাসেরী সরকারবিরোধী ও উসকানিমূলক বক্তব্যের পাশাপাশি বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেন।

খবর পেয়ে গোদাগাড়ী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গেলে প্রধান বক্তা শায়খ ইমান হাসান নাসেরী দ্রুত মঞ্চ থেকে পালিয়ে যায়্ তবে এ বক্তব্য দিতে শায়খ ইমান হাসান নাসেরীকে সহযোগিতা করার অভিযোগে ইসলামি জালসা আয়োজন কমিটির সভাপতি ও বাসুদেবপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ড সদস্য খইবুর রহমান লিটন ও বাসুদেবপুর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক খাদিমুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে। শায়খ ইমান হাসান নাসেরীকে প্রধান আসামি করে থানার এসআই আব্দুল কুদ্দুস বাদী হয়ে রবিবার মামলাটি করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার বিকালে খইবুর রহমান লিটন ও খাদিমুল ইসলামকে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে।

এদিকে গোদাগাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম ও উপজেলা প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা শরিফুল ইসলাম বলেন, ‘জেলার বাইর থেকে বক্তারা এসে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে এ অঞ্চলের সুন্দর পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছে। এজন্য বাইরে থেকে বক্তাদের না আনার জন্য জেলা প্রশাসক তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে।’

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া