X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিএনপি আগামী নির্বাচনে অংশ না নিলে দলের নিবন্ধন বাতিল: এরশাদ

রংপুর প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:১০আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:১৬

বিএনপি আগামী নির্বাচনে অংশ না নিলে দলের নিবন্ধন বাতিল: এরশাদ প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘বিএনপি যতই ফাল পারুক না কেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের অংশ নিতেই হবে। তারা ওই নির্বাচনে অংশ নিতে বাধ্য। কারণ নির্বাচনে অংশ না নিলে দলের নিবন্ধন বাতিল হয়ে যাবে, তখন দলের অস্তিত্ব থাকবে না।’
সোমবার দুপুরে রংপুর নগরীর দর্শনা এলাকায় নিজ বাসভবন পল্লী নিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেন, ‘আগামী নির্বাচনে জাতীয় পার্টি জোটগতভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। বেশ কয়েকটি রাজনৈতিক দল তার সঙ্গে দেখা করে জোটবদ্ধভাবে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছে।’
জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, ‘আওয়ামী লীগ ১৪ দল আর বিএনপি ২০ দলীয় জোটের মাধ্যমে নির্বাচন করলে জাতীয় পার্টি জোটগতভাবে নির্বাচন করলে দোষের কী।’ অচিরেই জোটের ঘোষণা দেওয়া হবে বলে ইঙ্গিত করে এরশাদ বলেন, ‘যে সব দলের শক্তি আর সামর্থ্য আছে সেই সব দলকে আমরা সঙ্গে নেব।’
তিনি বলেন, ‘আসন্ন গাইবান্ধা জেলার সুন্দরগজ্ঞ আসনে উপ নির্বাচনে জাতীয় পার্টি প্রার্থী দিয়েছে। সেখানে জাতীয় পার্টির জনপ্রিয়তা আছে। আশা করছি ওই আসনে জাপা প্রার্থী জয়ী হবে।’

এরশাদ বলেন, ‘বিএনপির স্বভাব হচ্ছে সব কিছুতেই বিরোধিতা করা। নুরুল হুদা মাত্র সিইসি হয়েছেন। তার কর্মকাণ্ড দেখে বোঝা যাবে তিনি নির্দলীয় ও নিরপেক্ষ কিনা। উনাকে সেই সুযোগ দেওয়া উচিত বলে জাতীয় পার্টি মনে করে। সে জন্য তার নিয়োগকে জাপা স্বাগত জানিয়েছে। আমরা আশা করি তিনি সুষ্টু নির্বাচন জাতিকে উপহার দেবেন।’

এ সময় তার ছোট ভাই জিএম কাদের, জেলা জাপা সভাপতি মোফাজ্জল হোসেন, মহানগর সভাপতি মোস্তফা, সাধারণ সম্পাদক ইয়াসিরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা