X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

চাঁদাবাজির অভিযোগে সোনারগাঁও থানার দুই এসআই প্রত্যাহার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৪২আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৪৪

চাঁদাবাজির অভিযোগে সোনারগাঁও থানার দুই এসআই প্রত্যাহার নারায়ণগঞ্জে একটি মিলের মালিককে মারধর ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সোনারগাঁও থানা থেকে দুই উপ পরিদর্শককে (এসআই) সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।  একই সঙ্গে তাদের সহযোগিতার অভিযোগে আটক স্থানীয় তিনজন চাঁদাবাজকে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার দুপুরে জেলা পুলিশ প্রশাসন থেকে এ তথ্য জানানো হয়। এ ঘটনা অধিকতর তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।  

বরখাস্তকৃত দুজন এসআই হলেন, আমিনুল ইসলাম ও আবদুল লতিফ। তাদের মধ্যে আমিনুল এর আগে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশে থাকা সময়েই ব্যাপক সমালোচিত ছিলেন।

গ্রেফতারকৃত তিনজন হলো,  জয়নাল, শামীম ও হাবিবুর রহমান হাবিব। তাদের বাড়ি সোনারগাঁও উপজেলায়। এ তিনজনের বিরুদ্ধে চাঁদাবাজী ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।  

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (খ অঞ্চল) সাজিদুর রহমান জানান, দুজন এসআইকে সোনারগাঁও থানা থেকে সাময়িক প্রত্যাহার করে পুলিশ লাইনে রাখা হয়েছে। এ ঘটনায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিউর রহমানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে অবিলম্বে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

প্রসঙ্গত, রবিবার রাতে এসআই আমিনুল ও আব্দুল লতিফ তাদের সঙ্গীয় দুই কনস্টেবল নিয়ে সাদা পোশাকে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরবাগ এলাকায় কাউছার টেক্সটাইল মিলের আশপাশে অবস্থান নেয়। পরে এসআই আমিনুল ও আব্দুল লতিফ, দুই কনস্টেবল ও স্থানীয় সন্ত্রাসী হাবিবুর রহমান হাবিব, মিঠু, গোলজার, জয়নালকে সঙ্গে নিয়ে ওই শিল্পকারখানার ভেতরে প্রবেশ করেন। এক পর্যায়ে কারখানার মালিক বিল্লাল হোসেনকে আটক করে মারধর করে ১০লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় ব্যবসায়ী বিল্লাল হোসেন মারধরের শিকার হয়ে ডাকাত বলে চিৎকার শুরু করে। বিষয়টি এলাকাবাসী শুনতে পেরে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসী একত্রিত হয়ে তাদের অবরুদ্ধ করেন। পরে অবরুদ্ধদের মধ্যে দুজন নিজেকে থানা পুলিশের এসআই ও দুইজন কনস্টেবল বলে দাবি করেন। রাতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ