X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রাজাপুরে ঘুমন্ত পরিবারের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা কারাগারে

ঝালকাঠি প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪২আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪২

রাজাপুরে ঘুমন্ত পরিবারের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা কারাগারে ঝালকাঠির রাজাপুরে ঘুমন্ত অবস্থায় এক পরিবারের বসতঘরে হামলা ও জমি দখল চেষ্টার অভিযোগে গ্রেফতার উপজেলা  ছাত্রলীগ সভাপতি আহসান হাবিব রুবেলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক রুবাইয়া আমেনা এ আদেশ দেন। এ ছাড়াও দুইজন জামিন পেয়েছেন।

জামিনে মুক্ত আসামিরা হলেন আবু ছালেহ (২৮) ও রাসেল (২৬)।

প্রসঙ্গত, শনিবার রাত ৪টার দিকে রাজাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব রুবেলের নেতৃত্বে ৫০/৬০ জনের একটি সন্ত্রাসী দল স্থানীয় ডিগ্রি কলেজের পশ্চিম পাশে ফারুক ফরাজীর বসতঘরে হামলা চালায়। তারা ঘুমন্ত পরিবারের ওপর হামলা চালায় ও মালামাল লুট করে নিয়ে যায়। হামলায় পরিবারের সাতজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রুবেল, তার মা হোসনেয়ারা বেগমসহ পাঁচজনকে আটক করে। পরে রুবেলের মাসহ দুজনকে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় ফারুক ফরাজীর স্ত্রী সাহেরা বেগম বাদী হয়ে রবিবার রাতে রাজাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২৫ জনকে আসামি করে রাজাপুর থানায় একটি মামলা করেন।

এ ব্যাপারে রাজাপুর থানা পরিদর্শক (তদন্ত) হারুন অর রশীদ জানান, এ ঘটনায় পাঁচজনকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদ শেষে তিনজনকে আদালতে পাঠানো হয়। পরে আদালত রুবেলকে কারাগারে পাঠিয়েছেন। জামিন পেয়েছেন দুই আসামি। মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

রাজাপুর থানার সেকেন্ড অফিসার এসআই আবুল কালাম জানান, রুবেলের বিরুদ্ধে প্রায় অর্ধ ডজন মামলা ও সাধারণ ডায়েরি রয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনিরের ছোট ভাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান রুবেলকে হত্যা চেষ্টা মামলায় দীর্ঘদিন জেল খাটেন আহসান হাবিব রুবেল।

তিনি আরও জানান, রুবেলের বাবা তোফাজ্জেল হোসেনের বিরুদ্ধেও হত্যা, হত্যা চেষ্টা, ছিনতাই, মারামারিসহ প্রায় ২০টিরও বেশি মামলা রয়েছে রাজাপুর থানা ও আদালতে। র‌্যাবের হাতে একাধিকবার অস্ত্র, গুলিসহ গ্রেফতার হন তোফাজ্জেল হোসেন। তোফাজ্জেল ও তার পরিবারের সদস্যরা বিভিন্ন মানুষের জমি দখলের জন্য তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেন বলেও জানান এসআই।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
ইসরায়েলি বিমান কীভাবে এলো বাংলাদেশে, প্রশ্ন নুরের
ইসরায়েলি বিমান কীভাবে এলো বাংলাদেশে, প্রশ্ন নুরের
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা