X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কালীগঞ্জে দুই শিক্ষককে পেটালো কমিটির লোকজন

লালমনিরহাট প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০১৭, ২০:০১আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ২০:২৩

Lalmonirhat School News_Moazzem Hossain_20-02-2017

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির গঠন নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রধান শিক্ষক ও সহকারি প্রধান শিক্ষককে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছেন প্রতিপক্ষের লোকজন। সোমবার সকালে কালীগঞ্জ উপজেলার খণ্ডরচড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষকরা জানান,বেশ কিছু দিন ধরে ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে কালীগঞ্জের খণ্ডরচড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফের সঙ্গে সাবেক সভাপতি গোলজার হোসেন মিন্টুর দ্বন্দ্ব চলছিল। বিগত কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটিতে সাবেক কমিটির সভাপতি গোলজার হোসেন মিন্টুকে না রাখায় প্রধান শিক্ষকের সঙ্গে তার দ্বন্দ্ব সৃষ্টি হয়। এ ঘটনার জের ধরে সোমবার সকালে বিদ্যালয় যাওয়ার পথে সহকারী প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ কুমারের ওপর হামলা চালায় সাবেক সভাপতি গোলজার হোসেন মিন্টুর লোকজন। স্থানীয়রা এগিয়ে এসে আহত সহকারী প্রধান শিক্ষক ইন্দ্রজি কুমারকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এর আগে রবিবার প্রধান শিক্ষক আব্দুল লতিফের ওপর হামলা চালানো হয়।

প্রধান শিক্ষক আব্দুল লতিফ বলেন, কিছু লোক অহেতুক আমার ও সহকারী প্রধান শিক্ষকের ওপর হামলা করছে। বিষয়টি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রধান শিক্ষক আব্দুল লতিফকে আইনগত ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছি।’

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন বলেন, মামলার প্রস্তুতি চলছে। মামলা নথিভূক্ত হওয়ার পর আসামিদের গ্রেফতার করা হবে।

/জেবি/

আরও পড়তে পারেন : কু‌ড়িগ্রাম-ঢাকা রেল যোগা‌যোগ শুরু আজ

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!