X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ফেনীর সেই চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৪৭আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১২:১০

ডা.ফরহাদুল ইসলাম ভূঁইয়া সরকারি হাসপাতালের চিকিৎসক হয়েও বেসরকারি হাসপাতালে পূর্ণকালীন চাকরি করার কারণে ফেনী সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার ডা. ফরহাদুল ইসলাম ভূঁইয়াকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন ফেনীর সিভিল সার্জন ডা. শাহরিয়ার কবীর। সোমবার (২০ ফেব্রুয়ারি) তিনি বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. শাহরিয়ার কবীর বলেছেন, ‘গতকাল ডা. ফরহাদের ওপর বাংলা ট্রিবিউনে প্রকাশিত প্রতিবেদনটি আমাদের নজরে এসেছে এবং বিষয়টিকে আমরা খুব গুরুত্বের সঙ্গে নিয়েছি। জবাব দেওয়ার জন্য তাকে তিন দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। তার কাছ থেকে উপযুক্ত জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।’

গত ১৯ ফেব্রুয়ারি বাংলা ট্রিবিউনে ‘পোস্টিং ফেনী, ডিউটি করছেন স্কয়ার হাসপাতালে!’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে ডা. ফরহাদের স্কয়ার হাসপাতালে দায়িত্ব পালনের বিষয়টি তুলে আনা হয়। খবরটি চিকিৎসক মহলে ব্যাপক সাড়া ফেলে। ফেনী সদর হাসপাতাল কর্তৃপক্ষের নজরেও আসে।

ফেনীর সিভিল সার্জন ডা. শাহরিয়ার কবীর বাংলা ট্রিবিউনকে আরও বলেন, ‘আমরা এ বিষয়ে বৈঠক করে ফেনীর সব উপজেলার চিকিৎসকদের সর্তক হওয়া এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি। ভবিষ্যতে এ ধরনের কোনও অভিযোগ পেলে আমরা আইনি ব্যবস্থা নেবো। একই সঙ্গে চিকিৎসকদের ডিউটি রোস্টারের বিষয়েও সাবধানতা অবলম্বন করছি, যেন ফাঁক গলে কেউ কোনও সুবিধা নিতে না পারে।’

প্রসঙ্গত, নিয়ম অনুযায়ী সরকারি হাসপাতালে চাকরি করে সেখান থেকে বেতনভাতা নিয়ে কোনোভাবেই একজন চিকিৎসক অন্য কোনও বেসরকারি হাসপাতালে দায়িত্ব পালন করতে পারেন না। কিন্তু ডা. ফরহাদ সেই নিয়ম ভেঙে অবলীলায় তা চালিয়ে আসছেন বলে প্রমাণ পাওয়া গেছে।

জানা গেছে, ডা. ফরহাদ ৩৩তম বিসিএস-এ উত্তীর্ণ হয়ে ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার হিসেবে নিযুক্ত আছেন ফেনীর ২৫০ শয্যার সদর হাসপাতালে। তবে একটি সূত্র বাংলা ট্রিবিউনকে জানায়, সরকারি চাকরিতে থাকা অবস্থায় তিনি গত কয়েক মাস ধরে ঢাকার স্কয়ার হাসপাতালে আরএমও (রেসিডেন্সিয়াল মেডিক্যাল অফিসার) হিসেবে পূর্ণকালীন চাকরি করছেন। ফেনী সদর হাসপাতালে কাগজে-কলমে ইমার্জেন্সি ডিউটি রোস্টারে নাম থাকলেও তিনি তা পালন করেন না।

অভিযোগ রয়েছে, ফেনী সদর হাসপাতালের রেসিডেন্সিয়াল মেডিক্যাল অফিসারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে ঢাকায় চাকরি করার বিশেষ সুবিধা ভোগ করে আসছেন ডা. ফরহাদ। তার অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করতে হয় সেখানকার অন্য চিকিৎসকদের।

শোকজের বিষয়ে জানতে চেয়ে ডা. ফরহাদুল ইসলাম ভূঁইয়ার মোবাইল ফোনে বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে একাধিকবার কল করলেও তিনি ফোন ধরেননি। 

আরও পড়ুন—
পোস্টিং ফেনী, ডিউটি করছেন স্কয়ার হাসপাতালে!

/জেএ/জেএইচ/এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!