X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

হাবিপ্রবিতে ছাত্রলীগের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষে আহত ৫

দিনাজপুর প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৫৭আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৫৭

হাবিপ্রবিতে ছাত্রলীগের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষে আহত ৫ দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছাত্রলীগের সঙ্গে এক যুবলীগ নেতা ও বহিরাগতদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে ছাত্রলীগের পাঁচ কর্মী আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এখন ক্যাম্পাসে দায়িত্ব পালন করছে অতিরিক্ত পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকালে ছাত্রলীগের কয়েকজন কর্মী বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে বই আনতে যায়। কিন্তু দিনের সময়সূচি (সকাল ৯টা থেকে বিকাল ৫টা) শেষ হয়ে যাওয়ায় বই দিতে অস্বীকৃতি জানান লাইব্রেরির কর্মচারিরা। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে বাইরে থেকে লাইব্রেরির কর্মচারিদের অবরুদ্ধ করে রাখে ও একজনকে অকথ্য ভাষায় গালি দেয় বলে অভিযোগ উঠেছে।

বিষয়টি মোবাইল ফোনে স্থানীয় যুবলীগ নেতা রায়হানুল ইসলামকে জানালে তিনি বহিরাগতদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করেন। তখনই ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায়। পরে সেখানে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যা পৌনে ৭টার দিকে আবারও দু’পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় ছাত্রলীগের পাঁচ কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন হাবিপ্রবি ছাত্রলীগের কার্যকরী সদস্য নাহিদ আহমেদ নয়ন। তিনি বাংলা ট্রিবিউনকে জানান, যুবলীগের মদদে বহিরাগতরা অতর্কিতভাবে হামলা চালিয়ে ছাত্রলীগের দুই কর্মীকে মারধর করেছে। 

দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়। বিশৃঙ্খলা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!