X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘বাংলা ভাষার মেলবন্ধনে হই একাকার’

হালিম আল রাজী, হিলি
২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:১৩আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:২১

হিলিতে দুই বাংলার যৌথ একুশ উদযাপন দিনাজপুরের হিলিতে ‘এপার বাংলা ওপার বাংলা, বাংলা ভাষার মেলবন্ধনে হই একাকার’ এই প্রতিপাদ্য নিয়ে ভারত-বাংলাদেশ যৌথভাবে উদযাপিত হলো শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশ উপলক্ষে সীমান্তের নোম্যান্সল্যান্ড পরিণত হয় দুই দেশের ভাষাপ্রেমীদের মিলন মেলায়।

ভারতের দক্ষিণ দিনাজপুর তিওরের উজ্জীবন সোসাইটি ও বাংলাদেশের মুক্তিযোদ্ধা সংসদ ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের যৌথ আয়োজনে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় হিলি সীমান্তের নোম্যান্সল্যান্ডে (শূন্যরেখা) দুদেশের পক্ষে ফুলের মালা আদান প্রদানের মাধ্যমে দিবসটির সূচনা হয়। এতে বাংলাদেশের পক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. মোস্তাফিজার রহমান এমপি এবং ভারতের উজ্জীবন সোসাইটির সম্পাদক সুরুজ দাস একে অপরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় সেখানে দিনাজপুর ৬ আসনের সাংসদ শিবলী সাদিকসহ বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হিলিতে দুই বাংলার যৌথ একুশ উদযাপন

পরে ভারতের উজ্জীবন সোসাইটির পক্ষ থেকে নব কুমার দাসের নেতৃত্বে ১৩ সদস্যের কবি সাহিত্যিকদের একটি ভারতীয় দল অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসেন। এসময় তাদের বাংলাদেশের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে সীমান্তের শূন্যরেখার পাশে আয়োজিত মঞ্চের কাছে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অস্থায়ী শহীদ মিনারে দুই দেশের অতিথিরা যৌথভাবে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে একুশ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। হিলিতে দুই বাংলার যৌথ একুশ উদযাপন

এদিকে দিবসটি উপলক্ষে হিলিসীমান্তের দুই পাড়ে বিপুল সংখ্যক বাংলা ভাষাভাষী মানুষ ভিড় জমান। তারাও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে একত্রিত হতে চেয়েছিলেন। তবে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কড়াকড়ির কারণে তা সম্ভব হয়নি।

ভারতের উজ্জীবন সোসাইটির সম্পাদক সুরুজ কুমার দাস বলেন, ‘হিলি সীমান্তের শূন্যরেখায় এপার বাংলা ওপার বাংলার যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হচ্ছে এতে করে আমরা ভীষণ গর্বিত ও আপ্লুত যে আমরা বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষার জন্য ‘৫২’র আন্দোলন এবং ১৯৯৯ সালে আন্তর্জাতিক স্বীকৃতির মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে আমরা ভীষণ উদ্বেলিত। শূন্যরেখার পাশে দুই দেশে আজ ভাষাকে নিয়ে যে আবেগ আমরা দেখলাম এতে করে আমরা চরম আনন্দিত।’ হিলিতে দুই বাংলার যৌথ একুশ উদযাপন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. মোস্তাফিজার রহমান এমপি বলেন, ‘দুই দেশের দুই বাংলার ভাষাপ্রেমীদের পক্ষ থেকে আজকের এই শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের আয়োজন আমার জন্য নতুন। এর আগে আমি কখনও এধরনের অনুষ্ঠানে উপস্থিত হতে পারিনি। সবার জন্যই এটি একটি অপূর্ব অনুষ্ঠান। ১৯৫২ সালেই বাঙালি বুঝিয়ে দিয়েছে যে তারা মাথা নত করার জাতি নয়। ‘৫২ এর প্রেরণায়ই শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের দরবারে দেশ আজ মাথা উচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশ আজ বিশ্বের বিশ্বয়। বিশ্বের সব দেশে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে। সারা পৃথিবীর মানুষ আজ বাংলা ভাষাকে জানে। আজকের এই অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হিলি সীমান্তের শূন্যরেখায় দুই বাংলার ভাষাপ্রেমীদের যে মিলন মেলা সেটি যেন আগামীতে আরও ভালোভাবে উদযাপন করতে পারি সে ব্যবস্থা করে দেওয়ার দাবি জানাই।’ হিলিতে দুই বাংলার যৌথ একুশ উদযাপন

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, দিনাজপুর ৬ আসনের সাংসদ শিবলী সাদিক, ভারতীয় করিডর কমিটির আহ্বায়ক নবকুমার দাস, কলকাতার মনোভূমি সাহিত্য পত্রিকার সম্পাদক গৌতম চক্রবর্তী, কলকাতার গণশক্তি পত্রিকার সম্পাদক জয়ন্ত চক্রবর্তী, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আকরাম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শুকরিয়া পারভিন, পৌর মেয়র জামিল হোসেন, জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমতিয়াজ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক, সম্পাদক আব্দুর রহমান লিটন, পৌর আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম, সম্পাদক হারুন উর রশীদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান হাকিমপুর কমান্ডের সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন শাহিনুর রেজা শাহিন।

আলোচনা সভা শেষে উপজেলা শিল্পকলা একাডেমি ও ভারতীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

/এফএস/ 

আরও পড়ুন-

যুদ্ধাপরাধে সাজাপ্রাপ্ত গোলাম আযমকে ভাষা সৈনিক স্বীকৃতির দাবি! 

বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষা করার দাবি ওবায়দুল কাদেরের

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী