X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

এমপি লিটন হত্যা: গ্রেফতার জাপা নেতা ডা. কাদেরের বাসায় মেলেনি কিছুই

বগুড়া প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:১৯আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:১৯

গাইবান্ধায় এমপি লিটন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাতীয় পার্টির সাবেক এমপি ও ভাইস চেয়ারম্যান ডা. কর্নেল (অব.) এ কাদের খানকে মঙ্গলবার বিকালে বগুড়া থেকে গ্রেফতারের পর তার রহমাননগরের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। তবে সেখানে কিছু পাওয়া যায়নি বলে পুলিশ স্বীকার করেছে।

গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে ডা. কাদের খানকে তল্লাশি শেষে গাইবান্ধার সিনিয়র এএসপি (সি-সার্কেল) রেজিনুর রহমান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে আওয়ামী লীগের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য ডা. কাদের খানকে গাইবান্ধা নিয়ে যাওয়া হয়েছে। তবে তার বাসায় তল্লাশি করে কিছু পাওয়া যায়নি। কাদের আগেই তার লাইসেন্স করা অস্ত্র সুন্দরগঞ্জ থানায় জমা দিয়েছেন।
ডা. কাদের খানের স্ত্রী ডা. নাসিমা বেগম জানান, গাইবান্ধা পুলিশের বিশেষ শাখার ওসি মাহবুবুর রহমান, বগুড়ার জেলা গোয়েন্দা পুলিশের ওসি আমিরুল ইসলামসহ সুন্দরগঞ্জের পুলিশ কর্মকর্তারা বিকেল ৫টায় বাসায় এসে তাকে (কাদের) নিয়ে যায়। তবে, তারা কোনও ওয়ারেন্ট দেখাতে পারেননি।
ডা. নাসিমা আরও বলেন, ‘নির্বাচন করবে এমন ঘোষণা দেওয়ার কারণে নিরাপত্তা দেওয়ার নাম করে গত ৫ দিন ধরে পুলিশ বাসার ভেতরে ও আশেপাশে অবস্থান নেওয়া শুরু করে। এ কারণে বিরক্ত হয়ে তিনি নির্বাচন করবেন না বলে ঘোষণা দেন। এরপর আজ তাকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ।’
এদিকে গত শুক্রবার সাবেক এমপি ডা. কর্ণেল (অব.) এ কাদের খান সাংবাদিকদের বলেছিলেন, গাইবান্ধার পুলিশ সুপার তাকে ফোনে জানিয়েছিলেন জঙ্গি হামলা হতে পারে তাই তার বগুড়ার বাসায় তাকে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে। এরপর আজ মঙ্গলবার বিকালে পুলিশ তাকে নিয়ে যাওয়ার সময় তিনি বিমর্ষ অবস্থায় শুধু বলেন, ‘সময় সত্যটা বলে দেবে।’ ডা. কর্ণেল (অব.) এ কাদের খানের বড় ভাই অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক খিজির উদ্দিন জানান, বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে এ গ্রেফতার ষড়যন্ত্রের অংশ।

/টিএন/আপ-এমও/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
আজও উদঘাটন হয়নি ৩০ জনকে জীবিত উদ্ধার করা বাবু হত্যার রহস্য
হৃদয় বিদারক সেই ঘটনার ১১ বছরআজও উদঘাটন হয়নি ৩০ জনকে জীবিত উদ্ধার করা বাবু হত্যার রহস্য
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা