X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

এমপি লিটনের বোনের গাড়ি ভাঙচুর: ৭ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

গাইবান্ধা প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০১৭, ০৩:৪৮আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ০৪:০২

 

মামলা গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের প্রয়াত সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম লিটনের বড় বোন আফরোজা বারীর গাড়ি ভাঙচুরের ঘটনায় সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ছামিউল ইসলাম সামুসহ ছাত্রলীগের সাত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে আফরোজা বারীর মেজ মেয়ে আবদুল্লাহ নাহীদ বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২০-২৫ জন ছাত্রলীগ নেতাকর্মীকে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে।’

পুলিশ সূত্রে জানা গেছে, মামলার আসামিরা হলেন—সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ছামিউল ইসাম সামু, ছাত্রলীগ নেতা আজম, মাইদুল, নুরুন্নবী, বাবুল, সুবজ ও সুমন।

এর আগে, মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে আফরোজা বারী তার মেয়ে, জামাই ও নাতিকে নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে গাড়িতে করে রওনা দেন। পথে সুন্দরগঞ্জ উপজেলার বিএডিসি অফিসের সামনে ছাত্রলীগের মিছিল থেকে মামলার আসামিরা বের হয়ে লাঠি ও ধারালো অস্ত্র ব্যবহার করে এবং ইট-পাটকেল নিক্ষেপ করে গাড়িটি ভাঙচুর করে। এসময় গাড়ির পেছনের কাঁচ ভেঙে যায়। তবে গাড়িতে থাকা মেয়ে-জামাই ও নাতির কোনও ক্ষতি হয়নি।

আফরোজা বারী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গাড়ি ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীদের আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করা হয়েছে। আমাদের হত্যার উদ্দেশ্যেই গাড়িতে হামলা চালিয়েছিল ছাত্রলীগের নেতাকর্মীরা।’

তবে সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম জানিয়েছেন, পারিবারিক দ্বন্দ্বের কারণেই এই হামলার ঘটনা ঘটেছে। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এমপি লিটন হত্যাকাণ্ডের পর ওই আসনে উপ-নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে এমপি লিটনের স্ত্রী সৈয়দা খুরশিদ জাহান স্মৃতির সঙ্গে আফরোজা বারীর দ্বন্দ্ব চলছিল। এ কারণেই স্মৃতির অনুসারী ছাত্রলীগের নেতাকর্মীরা আফরোজার গাড়িতে হামলা চালায়।’

তবে সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ছামিউল ইসলাম সামু ঘটনার পরই সাংবদিকদের জানান, তিনি গাড়ি ভাঙচুরের বিষয়ে কিছু জানেন না। ঘটনার সময় তিনি সুন্দরগঞ্জে ছিলেন না বলেও দাবি করেন সাংবাদিকদের কাছে।

সুন্দরগঞ্জ থানায় মামলা দায়েরর খবর নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, ‘গাড়িভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে করতে পুলিশ তৎপর রয়েছে।’

/টিআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!