X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রাবিতে দলীয় কর্মীকে পেটালো ছাত্রলীগ

রাবি প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৪০আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৪২

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাখা ছাত্রলীগের এক কর্মীকে বেধড়ক পিটিয়েছে আরেক কর্মী। তার নাম রাশেদুল ইসলাম। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে এ ঘটনা ঘটে।

আহত রাশেদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তিনি ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাকিম বিল্লাহর অনুসারী ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে রাশেদুল তার কয়েকজন বন্ধুদের সঙ্গে শহীদুল্লাহ কলা ভবনের সামনে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে ছাত্রলীগের অপর কর্মী সারওয়ারসহ ৪/৫ জন রাশেদুলকে লাঠি ও চেয়ার দিয়ে এলোপাথাড়ি মারধার করতে থাকে। একপর্যায়ে রাশেদুল দৌড়ে শহীদুল্লাহ কলা ভবনের ভেতরে পালিয়ে যায়। পরে রাশেদুলের সহপাঠীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিক্যালে নিয়ে যায়। পরে তাকে রামেক হাসপাতালের ভর্তি করা হয়।

সারোওয়ার বিশ্ববিদ্যালয়ের ভূগোল-পরিবেশবিদ্যা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী।

আহত রাশেদুল ইসলাম জানান, ‘আমি যখন মোস্তাকিম বিল্লাহ ভাইয়ের রাজনীতি করতাম, সেই সময় সারওয়ারের সঙ্গে ঝামেলা হয়েছিল। কিন্তু আজ কোনও কথা-বার্তা ছাড়াই সারওয়ারসহ কয়েকজন মারধর করে আমার মাথা ফাটিয়ে দিয়েছে।’

তবে সারোওয়ার জানান, রাশেদের সঙ্গে একটি বিষয় নিয়ে ভুল বুঝাবুঝি হয়েছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘সারোওয়ার ও রাশেদুলের মধ্যে ব্যক্তিগত একটি বিষয় নিয়ে ঝামেলা হয়েছে। আমি মীমাংসা করার চেষ্টা করছি। তবে রাশেদুল বর্তমানে ক্যাম্পাসে নেই। সে ক্যাম্পাসে আসলেই তাদের মধ্যে ভুল বুঝাবুঝির সমাধান করা হবে।’

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
রামরুর কর্মশালায় বক্তারাঅভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা