X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে চুরির দায়ে শিশুর মাথার চুল কেটে নির্যাতন: গ্রেফতার ২

রাজশাহী প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:২৮আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:২৮

রাজশাহীতে চুরির দায়ে শিশুর মাথার চুল কেটে নির্যাতন: গ্রেফতার ২ রাজশাহীর পুঠিয়া উপজেলায় চুরির অপরাধে ট্রাকের সঙ্গে বেঁধে শিশু নির্যাতনের ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, বিপি পরিবহনের চালক আক্কেল আলী ও সুপারভাইজার নুরুল ইসলাম।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিপি পরিবহনের সুপারভাইজার নুরুল ইসলামকে আটক করা হয়। ওইদিন রাতেই গাড়ির ড্রাইভার আক্কেল আলীকে আটক করা হয়। বুধবার তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। সেইসঙ্গে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচদিনের রিমান্ড আবেদন করা হবে। আর নির্যাতনের শিকার শিশুটিকে ১৬৪ ধারায় জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে। 

তিনি আরও জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টায় নির্যাতিত শিশু নাজমুল হকের (১২) বাবা হাফিজুর রহমান বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেন। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, রাজশাহীর পুঠিয়া উপজেলা সদরের খাঁন ফিলিং স্টেশনে বিপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সিডি প্লেয়ার চুরির অপবাদে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোর থেকে নাজমুল হককে (১২) একটি ট্রাকের সঙ্গে বেঁধে রেখেছিল কর্মচারীরা। পরে সকাল ১০টার দিকে ওই পাম্পের কর্মচারীরা শিশু নাজমুলকে ব্যাপক মারধর করে মাথার চুল কেটে মুখে কালি মাখিয়ে দেয়। এ ঘটনায় স্থানীয় লোকজনের প্রতিবাদের মুখে পাম্পের কর্মচারীরা তাকে ছেড়ে দেয়।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুরে মোবাইল ফোনের সিম চুরির অভিযোগে রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র আরিফুল ইসলামকে (১২) গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে নির্যাতন করা হয়। এ ঘটনায় তারাপুর গ্রামের আসফার আলীর ছেলে এরশাদ আলী ও বরুমোল্লার ছেলে শুভকে কারাগারে পাঠানো হয়।

/বিটি/

আরও পড়ুন:
রাজশাহীতে চুরির অপরাধে শিশুর মাথার চুল কেটে নির্যাতন!

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
বেসিস নির্বাচনে ১১ পদে প্রার্থী ৩৩ জন
বেসিস নির্বাচনে ১১ পদে প্রার্থী ৩৩ জন
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক