X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

গাইবান্ধা উপ-নির্বাচনে ভোট ছিনতাই ঠেকাতে কেন্দ্রে পাহারার নির্দেশ এরশাদের

রংপুর প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৭, ০৩:২২আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ০৩:২৯

এইচ এম এরশাদ গাইবান্ধার সুন্দরগঞ্জ আসনের উপ-নির্বাচনে ভোট ছিনতাই ঠেকাতে প্রতিটি কেন্দ্রে দলীয় কর্মীদের পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, রংপুর বিভাগ থেকে ৫/১০ হাজার নেতাকর্মীকে নিয়ে সুন্দরগঞ্জে যান। প্রতিটি ভোটকেন্দ্রে তিন-চারশ নেতাকর্মী অবস্থান নিন যেন ভোট চুরি আর ব্যালট ছিনতাই না হয়। ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত আপনারা সেখানেই অবস্থান করবেন। সুষ্ঠু নির্বাচন হলে এই উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার শামীম পাটোয়ারী বিপুল ভোটে জয়ী হয়ে দলের হারানো আসন পুনরুদ্ধার করবেন বলেও আশাবাদ জানান তিনি।
বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকালে রংপুর পর্যটন মোটেলে রংপুর বিভাগের জেলা ও মহানগর নেতাদের সাথে জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এইচ এম এরশাদ।
সভায় এরশাদ বলেন, ‘আমার জীবনের একটাই স্বপ্ন। আর তা হলো— জাতীয় পার্টিকে ক্ষমতায় অধিষ্ঠিত হতে দেখা। এরপর যেন আল্লাহ আমাকে তুলে নেন। এটাই তার কাছে আমার প্রার্থনা। তাহলে মরেও আমি শান্তি পাব।’
এরশাদ আরও বলেন, ‘জাতীয় পার্টির নেতারা দুর্নীতি করেনি, বিদেশে বাড়ি তৈরি করেনি, তাদের কারও কাছে দুইটি করে ভিসা নেই। জাতীয় পার্টির নেতারা সবাই দেশেই আছেন। আমরা আর্থিক কষ্টে থাকলেও দুর্নীতি করিনি। জনগণ তা জানে।’ জাতীয় পার্টি নয় বছর ক্ষমতায় থাকাকালে নজিরবিহীন উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করেছে উল্লেখ করে তিনি নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বলেন, ‘জনগণকে বলতে হবে, জাতীয় পার্টি দেশের শেষ সম্বল। আমরা ক্ষমতায় যেতে পারলে দেশের উন্নয়ন হবে।’
এরশাদ বলেন, ‘আমি ক্ষমতায় থাকাকালে খুন-গুম হয়নি। বিনাবিচারে মানুষকে হত্যা করা হয়নি। এখন প্রায়ই বিনাবিচারে মানুষকে গুম করা হয়, হত্যা করা হয়। সংবাদপত্র আর টেলিভিশনে প্রায়ই এসব খবর দেখা যায়। এসব দেখে দুঃখ লাগে । মানুষ এখন পরিবর্তন চায়। আর এটা করতে পারে জাতীয় পার্টি।’ এজন্য দলের নেতাকর্মীদের জনগণের কাছে বেশি বেশি করে যাওয়ার আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।
পর্যটন মোটেলে আয়োজিত জরুরি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রুহুল আমিন হওলাদারসহ অন্যান্য নেতারা।

আরও পড়ুন-

কাদের জাতীয় পার্টির কেউ না: এরশাদ

‘ফের এমপি হওয়ার লোভ থেকেই লিটনকে হত্যার পরিকল্পনা করেন কাদের’

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
সর্বাধিক পঠিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা