X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সিটি করপোরেশন নির্বাচন: কুমিল্লায় ব্যানার-পোস্টার অপসারণের নির্দেশ

কুমিল্লা প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৪৯আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৫৩

কুমিল্লা সিটি করপোরেশন আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন। এ উপলক্ষে ২৪ ফেব্রুয়ারির  মধ্যে শহরের সব ব্যানার ও পোস্টার অপসারণের নির্দেশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

২০ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করার পর বুধবার ছিল প্রথম কর্মদিবস। বুধবার বিকাল পর্যন্ত কোনও প্রার্থী মনোনয়ন কেনেননি। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, কুমিল্লা সিটি করপোরেশনে এবার ভোটার ও কেন্দ্র বেড়েছে। ২০১২ সালে সিটি নির্বাচনের সময় কুমিল্লা নগরীর ২৭ ওয়ার্ডের ভোটার ছিল এক লাখ ৬৯ হাজার ২৭৯ জন। এবার তা দুই লাখ ৭ হাজার ৩৮৪ জন। তার মধ্যে পুরুষ এক লাখ দুই হাজার ৩২৯ জন, নারী এক লাখ পাঁচ হাজার ৫৫ জন।

আগে কেন্দ্র সংখ্যা ছিল ৬৫টি, এবার তা ১০৩টি। তবে ভোটার ও কেন্দ্র আরও কিছু বাড়তে পারে বলেও রির্টানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে। কুমিল্লা সিটি করপোরেশন (ছবি: সংগৃহীত)

এবারের নির্বাচনে মেয়রের জামানত হবে ২০ হাজার, কাউন্সিলরের ভোটার (সংশ্লিষ্ট ওয়ার্ডে) ১৫ হাজারের নিচে হলে জামানত হবে ১০ হাজার টাকা। ওপরে হলে ২০ হাজার। সংরক্ষিত ওয়ার্ডে জামানত ১০ হাজার। এদিকে আওয়ামী লীগ-বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়নের জন্য দৌঁড়-ঝাপ শুরু করেছেন বলেও জানা যায়। 

রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে করার জন্য যা করার প্রয়োজন আমরা তাই করবো। ইতোমধ্যে জেলা তথ্য অফিসকে চিঠি দিয়েছি। তারা বিলবোর্ড-পোস্টার নামানোর জন্য প্রচার করবে। ২৪ ফেব্রুয়ারির পর সম্ভাব্য কোনও প্রার্থীর বিলবোর্ড-পোস্টার, ব্যানার থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এফএস/  

আরও পড়ুন- 


এমপি লিটন হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল ডা. কাদেরের বাড়ি থেকে উদ্ধার

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!