X
মঙ্গলবার, ১৪ মে ২০২৪
৩০ বৈশাখ ১৪৩১

‘নার্গিস পুরোপুরি সুস্থ, বাড়ি ফিরে যাবেন শুক্রবার’

সাভার প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:১১আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৫০

খাদিজা আক্তার নার্গিস ছাত্রলীগ নেতার ধারালো অস্ত্রের আঘাতে আহত সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিস এখন পুরোপুরি সুস্থ। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) তাকে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) থেকে রিলিজ করে দেওয়া হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) তিনি বাড়ি ফিরে যাবেন। সিআরপিতে খাদিজার চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকরা এই তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় সিআরপি’র পক্ষ থেকে নার্গিসের শারীরিক অবস্থা জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সিআরপির হেড অফ মেডিক্যাল সার্ভিস অ্যান্ড কনসালটেন্ট নিউরোসার্জন বিশেষজ্ঞ ডা. সাঈদ উদ্দিন হেলাল সংবাদ সম্মেলনে জানান, নার্গিস এখন পুরোপুরি সুস্থ। তিনি স্বাভাবিক কাজকর্ম করতে পারছেন। বৃহস্পতিবারই নার্গিসকে হাসপাতাল থেকে রিলিজ করে দেওয়া হয়েছে। শুক্রবার সকালে সাভারের সিআরপি থেকে তিনি সিলেটে তার বাড়িতে ফিরে যাবেন।
সিআরপির সিনিয়র ফিজিওথেরাপিস্ট ও নিউরোলজি ডিপার্টমেন্টের ইনচার্জ ফারজানা শারমিন রুমানা বাংলা ট্রিবিউনকে জানান, ‘নার্গিস এখন সম্পূর্ণ সুস্থ। চলার জন্য মৌলিক সব ধরনের কাজ তিনি একা একাই করতে পারেন। বাড়ি ফিরে যেতে নার্গিসের আর কোনও বাধা নেই।’
তিনি বলেন, ‘নার্গিসকে যখন সিআরপিতে ফিজিওথেরাপির জন্য আনা হয়, তখন তার শরীরের বাম দিকের কিছুটা অংশ একেবারেই অবশ ছিল। হুইল চেয়ার ছাড়া তিনি চলাফেরা করতে পারতেন না। পাশাপাশি তার মানসিক অবস্থাও দুর্বল ছিল। কিন্তু এখন তিনি পুরোপুরি সুস্থ। খাওয়া ও গোসলসহ অন্যান্য দৈনন্দিন কাজগুলোর জন্য এখন আর তাকে কারও ওপর নির্ভর করে থাকতে হবে না।’
ডা. রুমানা আরও জানান, নার্গিস আগে তার পরিবারের সদস্যদের জন্য বিশেষ করে মা-বাবার কথা মনে করে একান্তে কান্না করতেন। আর সেজন্যই কিছুদিন আগে তাকে সিলেটে নিজ বাড়িতে পাঠানো হয়েছিল। ’
সিআরপি থেকে চলে যাওয়ার পর নার্গিসের চিকিৎসার দরকার আছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘নার্গিস আট-দশটা মানুষের মতোই সুস্থ ও স্বাভাবিক আছেন। তবে দরকার হলে ভিডিও কলের মাধ্যমে তাকে চিকিৎসা সেবা দেওয়া হবে।’
সিআরপির ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট সুলক্ষণা শ্যামা বিশ্বাস নার্গিসের চিকিৎসার বিষয়ে জানান, ‘প্রথমত আমরা তার বিভিন্ন শারীরিক ব্যায়ামের ওপর জোর দিয়েছি। সিঁড়ি দিয়ে ওঠা-নামা, রিকশায় ওঠা ও স্বাভাবিক খাওয়া-দাওয়ার জন্য বিশেষ ধরনের ব্যায়াম করানো হতো। সবকিছুর পরও নার্গিস মানসিকভাবে অনেক শক্তিশালী। মানুষের দোয়াও তার সঙ্গে ছিল। তাই এত দ্রুত তিনি স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারছেন।’
সিলেট সরকারি মহিলা কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নার্গিস গত ৩ অক্টোবর পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ছাত্রলীগ নেতা বদরুলের হামলার শিকার হন। মাথায় গুরুতর আঘাতের কারণে মুমূর্ষু অবস্থায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৯২ ঘণ্টা লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। চিকিৎসাধীন থাকার প্রায় দুই মাসের মাথায় ২৮ নভেম্বর তাকে ফিজিওথেরাপির জন্য সাভারের সিআরপিতে ভর্তি করা হয়। সেখানে সিআরপির হেড অফ মেডিক্যাল সার্ভিস অ্যান্ড কনসালটেন্ট নিউরো সার্জন বিশেষজ্ঞ ডা. সাঈদ উদ্দিন হেলালের অধীনে চলে নার্গিসের চিকিৎসা সেবা।
/এফএস/ এপিএইচ/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি নেতাকে শোকজ
নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি নেতাকে শোকজ
শিক্ষার্থীকে মারধর করে শিক্ষক বললেন, ‘শাসন করেছি’
শিক্ষার্থীকে মারধর করে শিক্ষক বললেন, ‘শাসন করেছি’
বিমানবন্দর ও টঙ্গী থেকে ৭ ছিনতাইকারী গ্রেফতার
বিমানবন্দর ও টঙ্গী থেকে ৭ ছিনতাইকারী গ্রেফতার
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
সর্বাধিক পঠিত
ফুটপাত থেকে দোকান ছড়িয়েছে প্রধান সড়কে, আসছে নতুন পরিকল্পনা 
ফুটপাত থেকে দোকান ছড়িয়েছে প্রধান সড়কে, আসছে নতুন পরিকল্পনা 
আমরা সুন্দর একটি সম্পর্ক মেন্টেইন করি: জয়া আহসান
বাংলা ট্রিবিউনের দশম বর্ষপূর্তিআমরা সুন্দর একটি সম্পর্ক মেন্টেইন করি: জয়া আহসান
যেভাবে বরণ করা হবে এমভি আবদুল্লাহর ২৩ নাবিককে
যেভাবে বরণ করা হবে এমভি আবদুল্লাহর ২৩ নাবিককে
জাতীয় দলে খেলতে গেলে সাপোর্ট লাগে: ইমরুল  
জাতীয় দলে খেলতে গেলে সাপোর্ট লাগে: ইমরুল  
চিনি খাওয়া বন্ধ করলে কী হয়?
চিনি খাওয়া বন্ধ করলে কী হয়?