X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সুনামগঞ্জে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির দুই সদস্য ভুয়া মুক্তিযোদ্ধা!

সুনামগঞ্জ প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩০আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩০

সুনামগঞ্জ

সুনামগঞ্জের দিরাই উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের জন্য গঠিত সাত সদস্যের কমিটির দুই সদস্য ভুয়া মুক্তিযোদ্ধা বলে অভিযোগ উঠেছে। এছাড়া কমিটির আরও এক সদস্যের বিরুদ্ধে অভিযোগ, তিনি ভুয়া মুক্তিযোদ্ধা তৈরিতে সহায়তা করে থাকেন। অভিযুক্তদের একজনের নাম মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।

জানা গেছে, দিরাই উপজেলা কমিটিতে প্রয়াত সংসদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্তের প্রতিনিধি হিসেবে সামসুল হক মংলাকে সভাপতি, উপজেলা নির্বাহী অফিসারকে সদস্য সচিব এবং কমান্ডার আতাউর রহমান, এ কে এম জুবায়ের, সোনা মিয়া, বিধুভূষণ রায় ও জেলা কমান্ডের প্রতিনিধি বিনোদ রঞ্জন দাস তালুকদারকে সদস্য করে যাচাই-বাছাই কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্য বিনোদ রঞ্জন দাস তালুকদার ও বিধুভূষণ রায়কে ভুয়া মুক্তিযোদ্ধা অভিহিত করে তাদের নাম মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দিতে মুক্তিযোদ্ধামন্ত্রী বরাবর লিখিত আবেদন করেছেন মুক্তিযুদ্ধকালীন টেকেরঘাট সাব-সেক্টরের কোম্পানি কমান্ডার অ্যাডভোকেট আলী আমজাদ। এছাড়া, কমিটির আরেক সদস্য আতাউর রহমানের বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধা তৈরিতে সহায়তার অভিযোগও করেছেন তিনি।

এর আগে মুক্তিযোদ্ধামন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের উপস্থিতিতে এক জনসভায় প্রকাশ্যেই বিনোদ রঞ্জনকে ভুয়া মুক্তিযোদ্ধা অভিহিত করেছিলেন আলী আমজাদ। জনসভায় তিনি বলেছিলেন, ‘স্বাধীনতার ৪৪ বছর পর ২০১৪ সালে তিনি প্রতারণার আশ্রয় নিয়ে তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা হয়েছেন। যাচাই-বাছাই কমিটিতে জিজ্ঞাসাবাদ করা হলেই প্রমাণিত হবে যে তিনি ভুয়া মুক্তিযোদ্ধা।’ বিনোদ রঞ্জন ২০১৪ সালের আগে কখনও নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করেননি বলেও উল্লেখ করেন তিনি।

মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটিতে স্থান পাওয়া বিনোদ রঞ্জনসহ বিধুভূষণ রায়ের নামও মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাতিলের জন্য আলী আমজাদ মুক্তিযোদ্ধামন্ত্রী বরাবর আবেদন করেন। এর অনুলিপি তিনি জেলা প্রশাসক ও দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও পাঠিয়েছেন। একইসঙ্গে তিনি লিখিত অভিযোগ করেছেন আতাউর রহমানের বিরুদ্ধেও।

তবে এসব অভিযোগ অস্বীকার করে বিনোদ রঞ্জন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছাত্রলীগের কর্মী হিসেবে বিএলএফ মুজিব বাহিনীর সঙ্গে আমি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি। ইউসুফ আল আজাদ, সুনীল সমাজপতি, নুরুল ইসলাম ও আব্দুর রশীদসহ মুজিব বাহিনীতে যারা আমার সহযোদ্ধা ছিলেন তারাই সাক্ষ্য দেবেন যে আমি প্রকৃত মুক্তিযোদ্ধা। আমার বিরুদ্ধে আলী আমজাদ ভাইয়ের অভিযোগটি অত্যন্ত দুঃখজনক।’

এদিকে, যাচাই-বাছাই কমিটির সদস্য বিধুভূষণ রায় তার গ্রামের পাঁচ মুক্তিযোদ্ধার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। গ্রামবাসীরাও বিধুভূষণকে ভুয়া মুক্তিযোদ্ধা বলে অভিযোগ করেছেন।

বিষয়টি সম্পর্কে জানতে বিধুভূষণ রায় ও আতাউর রহমানকে ফোন দেওয়া হলে তারা এ বিষয়ে কোনও কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে দিরাই উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুজ্জামান পাভেল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যাচাই-বাছাইয়ের আগে যারা অভিযোগ দিয়েছেন তাদের অভিযোগ খতিয়ে দেখা হবে।’

/জেবি/টিআর/

আরও পড়তে পারেন : রাজবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে ৪ বালু ব্যবসায়ী আহত

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী