X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ অন্ধকার থেকে আলোর দিকে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৭, ২১:১৬আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ২১:২০

সিরাজগঞ্জের সমাবেশে মঞ্চে অন্যান্যদের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অন্ধকার থেকে আলোর পথে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। তার গৃহীত বিভিন্ন সাহসী পদক্ষেপের কারণেই বিশ্বব্যাপী আমাদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।’
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জের কাজীপুরের রৌহাবাড়ি দেনগ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
সমাবেশে মোহাম্মদ নাসিম বলেন, ‘২০২১ সাল নাগাদ আমরা মধ্যম আয়ের দেশের সীমা পেরিয়ে যাব। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতি হলো উন্নয়নের রাজনীতি। জীবনের ঝুঁকি নিয়েও তিনি (প্রধানমন্ত্রী) জনগণের জন্য কাজ করছেন। অন্যদিকে বিএনপি কেবল জ্বালাও-পোড়াও, লুটপাট আর মানুষ হত্যার রাজনীতি করে। তাদের আমলে খাম্বার লুটপাট হয়েছে, কেউ বিদ্যুৎ পায়নি।’
রৌহাবাড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন শহীদুল ইসলাম। এতে বক্তব্য রাখেন পল্লীবিদ্যুতের জিএম আজাহার আলী, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক, স্থানীয় আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান ও ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী।
সমাবেশে জঙ্গী দমন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, বিদ্যুৎসহ বিভিন্ন খাতে সরকারের সাফল্য তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপের কারণেই পদ্মা সেতুর কাজ শুরু হয়েছে। এই সেতু নিয়ে বিএনপিসহ বিশ্বব্যাংকের অনেকেই মিথ্যাচার করেছেন। তা কানাডার আদালতের রায়ে প্রমাণিত হয়েছে।’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, ‘২০১৪ সালে একজন নেত্রী নির্বাচন বানচাল করতে চেয়েছিলেন। কিন্তু জনগণ তার সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। তারা জঙ্গিবাদের উত্থান ঘটাতে চেয়েছিল। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে জঙ্গিদেরও দমন করা হয়েছে।’
এর আগে স্বাস্থ্যমন্ত্রী স্পিডবোটযোগে যমুনা নদীর পাড় দিয়ে পানি উন্নয়ন বোর্ডের যমুনার ভাঙনরোধে নির্মাণ কাজ ও আলমপুর-হাটশিরা সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করেন।

আরও পড়ুন-

চলতি বছরেই শেষ হবে বিডিআর হত্যা মামলা: অ্যাটর্নি জেনারেল

‘অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে ক্ষমতাবানরা বাধা দেয়’

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি