X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ অন্ধকার থেকে আলোর দিকে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৭, ২১:১৬আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ২১:২০

সিরাজগঞ্জের সমাবেশে মঞ্চে অন্যান্যদের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অন্ধকার থেকে আলোর পথে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। তার গৃহীত বিভিন্ন সাহসী পদক্ষেপের কারণেই বিশ্বব্যাপী আমাদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।’
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জের কাজীপুরের রৌহাবাড়ি দেনগ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
সমাবেশে মোহাম্মদ নাসিম বলেন, ‘২০২১ সাল নাগাদ আমরা মধ্যম আয়ের দেশের সীমা পেরিয়ে যাব। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতি হলো উন্নয়নের রাজনীতি। জীবনের ঝুঁকি নিয়েও তিনি (প্রধানমন্ত্রী) জনগণের জন্য কাজ করছেন। অন্যদিকে বিএনপি কেবল জ্বালাও-পোড়াও, লুটপাট আর মানুষ হত্যার রাজনীতি করে। তাদের আমলে খাম্বার লুটপাট হয়েছে, কেউ বিদ্যুৎ পায়নি।’
রৌহাবাড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন শহীদুল ইসলাম। এতে বক্তব্য রাখেন পল্লীবিদ্যুতের জিএম আজাহার আলী, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক, স্থানীয় আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান ও ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী।
সমাবেশে জঙ্গী দমন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, বিদ্যুৎসহ বিভিন্ন খাতে সরকারের সাফল্য তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপের কারণেই পদ্মা সেতুর কাজ শুরু হয়েছে। এই সেতু নিয়ে বিএনপিসহ বিশ্বব্যাংকের অনেকেই মিথ্যাচার করেছেন। তা কানাডার আদালতের রায়ে প্রমাণিত হয়েছে।’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, ‘২০১৪ সালে একজন নেত্রী নির্বাচন বানচাল করতে চেয়েছিলেন। কিন্তু জনগণ তার সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। তারা জঙ্গিবাদের উত্থান ঘটাতে চেয়েছিল। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে জঙ্গিদেরও দমন করা হয়েছে।’
এর আগে স্বাস্থ্যমন্ত্রী স্পিডবোটযোগে যমুনা নদীর পাড় দিয়ে পানি উন্নয়ন বোর্ডের যমুনার ভাঙনরোধে নির্মাণ কাজ ও আলমপুর-হাটশিরা সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করেন।

আরও পড়ুন-

চলতি বছরেই শেষ হবে বিডিআর হত্যা মামলা: অ্যাটর্নি জেনারেল

‘অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে ক্ষমতাবানরা বাধা দেয়’

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন কুমিল্লার হুমায়ুন
ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন কুমিল্লার হুমায়ুন
কলেজ চত্বর থেকে অসুস্থ ভুবন চিল উদ্ধার
কলেজ চত্বর থেকে অসুস্থ ভুবন চিল উদ্ধার
নাহিদ সুলতানা যুথীসহ ৩ জনের জামিন আবেদন শুনতে হাইকোর্টের নতুন বেঞ্চ
নাহিদ সুলতানা যুথীসহ ৩ জনের জামিন আবেদন শুনতে হাইকোর্টের নতুন বেঞ্চ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: হাফিজ উদ্দীন
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: হাফিজ উদ্দীন
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই