X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

নাটোরে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু

নাটোর প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০১৭, ০৭:০৬আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ০৭:১৩

নাটোরে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু

নাটোরে শুরু হয়েছে তাবলিগ জামায়াতের তিন দিনব্যপী আঞ্চলিক ইজতেমা। বৃহস্পতিবার ফজরের নামাজের পর বয়ানের মধ্য দিয়ে এই ইজতেমার কার্যক্রম শুরু হয়। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও আশে পাশের বিভিন্ন জেলা থেকে প্রায় অর্ধলক্ষাধিক মানুষের সমাগম হয়েছে ইজতেমায়।

নাটোর-রাজশাহী বাইপাস সড়কের উত্তরে তেবাড়িয়া এলাকার প্রায় এক বর্গ কিলোমিটার এলাকাজুড়ে আয়োজন করা হয়েছে এই আঞ্চলিক ইজতেমা। আয়োজক কমিটি আশা করছেন, তিন দিনের এই ইজতেমায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে।

আয়োজক কমিটির সদস্য শরিয়তুল্লাহ ও  মাওলানা মনিরুল কাইয়ুম জানান, জেলা তাবলীগ জামায়াতের পক্ষ থেকে ২৩, ২৪ ও ২৫ ফেব্রুয়ারি তিনদিন ব্যাপী এই আঞ্চলিক ইজতেমার আয়োজন করা হয়েছে। এই আয়োজনের প্রস্তুতি চলছে গত প্রায় দেড় মাস থেকে।

সরেজমিনে দেখা যায়, তেবাড়িয়া পূর্বপাড়ার মারকাজ মসজিদের পাশের মাঠের পশ্চিম দিকে বিশাল এলাকা জুড়ে মুসল্লীদের জন্য তৈরি করা হয়েছে প্যান্ডেল। প্যান্ডেল জুড়ে ছাউনি হিসেবে টাঙানো হয়েছে চট। সেখানে নাটোর জেলার সাত উপজেলার জন্য সাতটি এবং নাটোর শহরের জন্য পৃথক একটি সহ মোট আটটি খিত্তা নির্ধারণ করা হয়েছে। বিদেশিদের থাকার জন্য করা হয়েছে বিশেষ ব্যবস্থা। মুসল্লিদের অজু করার জন্য ইজতেমা চত্বর এলাকা ও আশেপাশের ছয়টি পুকুর ছাড়াও নতুন করে নির্মাণ করা হয়েছে পৃথক তিনটি চৌবাচ্চা। এতে প্রায় তিন হাজার মুসল্লি এক সঙ্গে অজু করতে পারবেন।  ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে ১৫টি সিসি ক্যামেরা সহ পুলিশ কন্টোল রুম ও পুলিশ বক্স।

সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম জানান, ইজতেমায় আগতদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা চিশ্চিতের জন্য জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে একটি মেডিক্যাল টিম নিয়োজিত রয়েছে।

নাটোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, ইজতেমায় একটি উপনিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে- যা জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে সার্বক্ষণিক সংযুক্ত থাকবে। পুরো বাইপাস জুড়ে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ছাড়াও বিভিন্ন স্থানে চেক পোস্ট স্থাপন, সাদা পোষাকে গোয়েন্দা নজরদারি, স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স এর অবস্থানের মাধ্যমে ইজতেমার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। শনিবার দুপুর বারোটার দিকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তিন দিন ব্যাপী এই ইজতেমা।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
রানা প্লাজার ভুক্তভোগীর আক্ষেপ‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান