X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে যেভাবে অভিযান ও বন্দুকযুদ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০১৭, ০৭:৫৯আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ০৮:৪২

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত মোক্তার হোসেন ওরফে কিলার মোক্তার ও তার সহযোগী মানিক ওরফে কিলার মানিক দুইজনই পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। হত্যাসহ একাধিক মামলার আসামি হলেও তারা ছিল অধরা। শেষতক ডিবির সঙ্গেই বন্দুকযুদ্ধে মারা গেল দুইজন। অভিযানকারী ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, তারা মাদক উদ্ধারে অভিযানে গেলে সন্ত্রাসীরা গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। ওই সময়ে ডিবির একজন এএসআই গুলিবিদ্ধ হলে ডিবি সদস্যদের পাল্টা গুলিতে মারা যায় দুইজন।

বুধবার রাতে ফতুল্লার পাগলা শাহীবাজার এলাকাতে ঘটে ওই বন্দুকযুদ্ধের ঘটনা।

অভিযানের নেতৃত্ব দেওয়া ডিবির উপ পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম জানান, সন্ত্রাস ও মাদক নিয়ে আমাদের নিয়মিত অভিযান চলছে। সেই অভিযানের অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় পাগলা শাহীবাজার এলাকাতে অভিযান চালাই। তখন আমাদের কাছে খবর ছিল সংঘবদ্ধ চক্র মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য জড়ো হয়। আমাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা ডিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। তখন আমাদের একজন এএসআই আবদুল আজিজ ধাওয়া করে মোক্তারকে ধরলে তার ডান পায়ে গুলি করে সন্ত্রাসীরা। ওই সময়ে আমরাও পাল্টা গুলি ছুড়লে মানিক মারা যায়। আর মোক্তার পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করা হয়। তখন মোক্তার পুলিশকে লক্ষ্য করে ৫ থেকে ৭ রাউন্ড গুলি করে। পুলিশ পাল্টা ৬ থেকে ৭ রাউন্ড গুলি করে মোক্তার ঘটনাস্থলে মারা যায়। আজিজকে মুমুর্ষ অবস্থায় ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি রিভলবার, ৭ রাউন্ড গুলি, একটি চাপাতি ও ছোরা উদ্ধার করা হয়।  

পুলিশ জানিয়েছে কিলার মোক্তারের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অস্ত্র, অপহরণ, মাদকসহ একাধিক মামলা রয়েছে। এরমধ্যে ফতুল্লায় ৪টি, কদমতলী একটি, সিদ্ধিরগঞ্জে দুটি মামলা রয়েছে। এছাড়া মানিকের বিরুদ্ধেও আছে বেশ কয়েকটি মামলা।

ফতুল্লা মডেল থানার ওসি কামালউদ্দিন জানান, নিহত দুইজনই সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে হত্যা সহ অনেক অভিযোগ আছে। নিহত দুইজনের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জানা গেছে, গত বছরের ২১ অক্টোবর ফতুল্লার পাগলায় মাদক ব্যবসার নিয়ন্ত্রন নিতে বিল্লাল হোসেনকে (৩০) কুপিয়ে হত্যা করার ঘটনায় সন্ত্রাসী কিলার মোক্তারসহ ১৩জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে নিহতের মা শাহিদা বেগম। বিল্লাল হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসী জাহাঙ্গীর আলমকে (৩০) পুলিশ গ্রেপ্তার করলেও ধরা ছোঁয়ার বাইরেই রয়ে যায় সন্ত্রাসী কিলার মোক্তার। গত বছরের ৫ আগষ্ট ফতুল্লার পাগলা শাহীবাজার এলাকা থেকে বাহাদুর (১২) নামের এক কিশোরকে অপহরণ করে পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণের দাবি করে কিলার মোক্তার বাহিনী। ওই ঘটনায় কিলার মোক্তার বাহিনীর সদস্য শাহ আলমকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে কিশোর বাহাদুরকে অপহরণের কথা স্বীকার করে।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি