X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

এমপি লিটন হত্যা: সাবেক আ.লীগ নেতাকে খুঁজছে পুলিশ

গাইবান্ধা প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:২১আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:২৪


সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক চন্দন কুমার সরকার গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা চন্দন কুমার সরকারকে পুলিশ খুঁজছে। গ্রেফতার হওয়া জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) ডা. আবদুল কাদের খাঁনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও যোগাযোগ থাকার অভিযোগে খোঁজা হচ্ছে তাকে।  

পুলিশ জানায়, কাদের খাঁনের জব্দ করা মোবাইল ফোন ট্র্যাকিং করে তার সঙ্গে চন্দনের ঘনিষ্ঠ যোগাযোগ ও সম্পর্কের প্রমাণ পাওয়া গেছে। পুলিশের দাবি, চন্দনই খুনের দিন মোবাইল ফোনে এমপি লিটনের বাড়িতে তার অবস্থান ও সব খবর খুনিদের জানায়। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই ‘কিলিং মিশন’ সফল করে খুনিরা।

চন্দন কুমার সরকার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক। তিনি বামনডাঙ্গার মন্মথ গ্রামের সুশীল সরকারের ছেলে। একসময় ঢাকায় একটি অনলাইন নিউজ পোর্টালে চাকরি করতেন তিনি। ৫-৭ বছর আগে গ্রামের বাড়ি ফিরে যোগ দেন রাজনীতিতে।

বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমশ উদ্দিন বাবু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর থেকেই চাঁদাবাজিসহ নানান অপকর্মে জড়িয়ে পড়ে চন্দন  সরকার। অভিযোগ ওঠায় তাকে দল থেকে বহিষ্কার করেছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল ইসলাম লিটন। চন্দনের সঙ্গে বর্তমানে দলের কোনও সম্পর্ক নেই।’

একই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাবেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এমপি লিটনের আস্থাভাজন ছিলেন চন্দন। কিন্তু কিছু অপকর্মকে ঘিরে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। দুজনের মধ্যে বেশ কিছু দিন ধরে দ্বন্দ্ব চলছিল। লিটন হত্যার পরই গা ঢাকা দেয় চন্দন। এই হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনও যোগসূত্র আছে কিনা, পুলিশ তা তদন্ত করলেই বেরিয়ে আসবে।’

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান বাংলা ট্রিবিউনকে জানান, এমপি লিটন হত্যাকাণ্ডের ঘটনায় কাদের খাঁনের সঙ্গে চন্দন সরকারের যোগাযোগ রয়েছে, এমন তথ্য পাওয়ার পর থেকে এ ঘটনায় তার সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে অনেক চেষ্টা করেও এখনও তাকে ধরা যায়নি। তাকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

/এমও/জেএইচ/এএআর/

আরও পড়ুন:
‘ফের এমপি হওয়ার লোভ থেকেই লিটনকে হত্যার পরিকল্পনা করেন কাদের’

‘আমার স্বামীকে তো আর ফিরে পাবো না, দ্রুত বিচার দেখতে চাই’

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু
ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু
কুড়িয়ে পাওয়া সাড়ে চার লাখ টাকা ফিরিয়ে দিলেন ইজিবাইকচালক
কুড়িয়ে পাওয়া সাড়ে চার লাখ টাকা ফিরিয়ে দিলেন ইজিবাইকচালক
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে