X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সিইসি ছাত্রলীগের সাবেক নেতা: ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:২৩আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৩৩

ঠাকুরগাঁওয়ে বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ছাত্রলীগের একজন সাবেক নেতাকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য সরকার কোনও ব্যবস্থা নিচ্ছে না। বরং সিইসি নিয়োগ দিতে বিরোধী দলগুলোর মতামতের কোনও তোয়াক্কা করা হয়নি। এই পদে যাকে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হল শাখার সাবেক সভাপতি। সচিব বা উপসচিব হওয়ার কোনও যোগ্যতাই তার নেই। কেবল আওয়ামী লীগকে নির্বাচনে জেতানোর জন্যই তাকে সিইসির গুরুদায়িত্ব দেওয়া হয়েছে।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে ঠাকুরগাঁওয়ের একটি রেস্ট হাউজে জেলা, সদর উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।
সভায় বিএনপি মহাসচিব বলেন, ‘কানাডার আদালতে কোনও একজন ব্যক্তির রাজনৈতিক আশ্রয় প্রশ্নে কী রায় দিলো, তার সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের কোনও সম্পর্ক নেই । বলা হচ্ছে, কানাডার আদালত বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলে রায় দিয়েছে। কিন্তু বিএনপি কখনই সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করেনি। বরং আওয়ামী লীগই সন্ত্রাসের রাজনীতি করেছে। আওয়ামী লীগের লোকেরা বাবাকে দিয়ে ছেলের মাথা কাটিয়ে সেটা দিয়ে ফুটবল খেলিয়েছে। তারা ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ২৩ হাজার কিশোর-তরুণ-যুবকের জীবন কেড়ে নিয়েছে।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘সারাদেশে আজ খুন-সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে। এমপি লিটনের খুন নিয়ে বিএনপি-জামায়াতকে দায়ী করে বক্তব্য দেওয়া হয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে তাদের মহাজোটের সাবেক একজন এমপিকে এই খুনের সঙ্গে জড়িত থাকার আলামতসহ গ্রেফতার করা হচ্ছে। এখন সারাদেশে ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামী লীগ নিজেদের কর্মীদেরই খুন করছে। তাদের সন্ত্রাস দেশের মানুষ আর বেশিদিন সহ্য করবে না।’
ঠাকুরগাঁও জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য পৌর মেয়র মির্জা ফয়সাল আমীন, শাহেদ কামাল চৌধুরী, ওবায়দুল্লাহ মাসুদ প্রমুখ।

আরও পড়ুন-

বার্নিকাটের রাজনৈতিক উদ্যোগকে গুরুত্ব দিচ্ছে না আ. লীগ

অপরাধ করলে শাস্তি পেতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্দিরে সেলফি তুলতে গিয়ে মোমবাতির প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে মোমবাতির প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!