X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০১৭, ২১:১০আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ২১:১৮

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম কানাডার আদালতে বিএনপি সন্ত্রাসী দল প্রমাণিত হওয়ায় দেশের জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘জঙ্গীবাদের মদদদাতা বিএনপির এই সন্ত্রাসী চেহারা মানুষের কাছে তুলে ধরতে হবে। একইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথাও মানুষকে জানাতে হবে।’ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বোধীন মহাজোট সরকার গঠন করবে বলেও তিনি মন্তব্য করেন।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মোহাম্মদ নাসিম এসব কথা বলেছেন।
মতবিনিময় সভায় জঙ্গি দমন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, বিদ্যুৎসহ বিভিন্ন খাতে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। এসব তথ্য যেন সাধারণ মানুষদের অবহিত করা হয়, নেতাকর্মীদের সে নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘সরকারের সাফল্যের কথা সবার সামনে তুলে ধরতে হবে। প্রধানমন্ত্রীর বিভিন্ন সাহসী পদক্ষেপের কারণে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সরকারের এসব পদক্ষেপের কথা মানুষের কাছে তুলে ধরতে হবে।’ একইসঙ্গে প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুন্ন হয়, এমন কোনও কাজ থেকে বিরত থাকার জন্যও তিনি নেতাকর্মীদের সতর্ক করে দেন।
কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক খলিলুর রহমানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর রহমান মুকুল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন, ছাত্রলীগের আলী আসলাম প্রমুখ।
উল্লেখ্য, সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে ঢাকা থেকে সিরাজগঞ্জ পৌঁছানোর পর থেকেই তিনি তার নির্বাচনি এলাকায় গণসংযোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শনসহ বিভিন্ন এলাকায় জনসভা, নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও সভা-সমাবেশ করছেন। এর ধারাবাহিকতায় শুক্রবার কাজীপুরে নির্মাণাধীন পাঁচশ আসনের শহীন এম মনসুর আলী অডিটোরিয়ামের নির্মাণ কাজ পরিদর্শন শেষে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

আরও পড়ুন-

অপরাধ করলে শাস্তি পেতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সিইসি ছাত্রলীগের সাবেক নেতা: ফখরুল

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!