X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

দুর্নীতি করে কেউ পার পাবে না: দুদক চেয়ারম্যান

রংপুর প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৪৭আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৫৬

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ দুর্নীতির সঙ্গে জড়িতদের যতই ক্ষমতা ও প্রভাব থাকুক না কেন, তাদের কেউ ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। রংপুর সিটি করপোরেশনে দুর্নীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘দুদকের টিম এই দুর্নীতির তদন্তে কাজ করছে। আশা করি, খুব শিগগিরই এ তদন্ত শেষ করা যাবে। আর তদন্তে দুর্নীতির সঙ্গে জড়িত প্রমাণ পেলে তারা যত বড় ক্ষমতাবানই হোন না কেন, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।’
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি প্রতিরোধে উদ্বুদ্ধকরণ সভার শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দুদক চেয়ারম্যান।
এসময় দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে কমিশনের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।’
এমপি লিটন হত্যা মামলা প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, ‘জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ডা. কাদের খানের সম্পদের সন্ধান করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কোনও ছাড় দেওয়া হবে না।’ তিনি আরও বলেন, ‘দেশের জনগণকে দেখাতে চাই, তাদের বলতে চাই, কেউই আইনের ঊর্ধ্বে নয়। যার যত ক্ষমতাই থাকুক, দুর্নীতি করে কেউ পাবে না।’ নিজে দায়িত্ব নেওয়ার পর দুর্নীতির অভিযোগে প্রায় পাঁচশ জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে, শঠিবাড়ি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি প্রতিরোধে উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন দুদক চেয়ারম্যান। তিনি শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান এবং তাদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন। স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের কোষাধ্যাক্ষ এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক ড. শামসুল আরেফিন, জেলা প্রশাসক সুলতানা পারভীন প্রমুখ।

আরও পড়ুন-

এক বছর পর দেশে ফিরলেন ৪ বাংলাদেশি

জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে: নাসিম

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
সর্বাধিক পঠিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা