X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় পুলিশ-ছাত্রদল সংঘর্ষ, আহত ২০

নেত্রকোনা প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০১৭, ০২:৩০আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ০২:৪১

নেত্রকোনায় পুলিশ-ছাত্রদল সংঘর্ষ, আহত ২০ নেত্রকোনার কেন্দুয়ায় ছাত্রদলের কর্মী সমাবেশে পুলিশ ও ছাত্রদল কর্মীদের মধ্যে সংঘর্ষে ১২ পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে কেন্দুয়া উপজেলার আলীপুর স্কুল মাঠে এ ঘটনা ঘটে।  

নেত্রকোনা জেলা পুলিশ সুপার জয়দেব চৌধুরী এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘সংঘর্ষে পুলিশের ৭ থেকে ৮ জন কর্মকর্তা আহত হয়েছেন। এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।’

আহত পুলিশ সদস্যরা হলেন, কেন্দুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ছামেদুল হক, সঞ্চয় সরকার, আল-আমিন, আবুল বাশার, আব্দুল কাদির, এসএসআই হেলাল এবং কন্সেটেবল সুমন, মামুনূর রহমান, আবুল খায়ের, সোহেল, জাকির হোসেন ও আব্দুল কদ্দুছ আহত হয়।

আহত ছাত্রদলের কর্মীরা হলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল হাসান আরিফ, ছাত্রদল কর্মী ইয়াসির আরাফাত ও রনি। অন্যান্য আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

পুলিশ ও ছাত্রদলের একাধিক সূত্রে জানা যায়, আজ সকালে কেন্দুয়া উপজেলার আলীপুর স্কুল মাঠে ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় কর্মী সমাবেশের প্রথম অধিবেশন শেষ হওয়ার পর দুপুরের দিকে পুলিশ সমাবেশ স্থলে গিয়ে সমাবেশে বাধা দেয়। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পুলিশসহ অন্তত ২০ জন আহত হন।

নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী বলেন, ‘আমাদের কর্মী সমাবেশ শেষ হওয়ার পর পুলিশ আমাদের ওপর অতর্কিতভাবে লাঠি চার্জ শুরু করে। এ সময় উভয়ের পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।’   

সংঘর্ষে কেন্দ্রীয় ছাত্রদলের ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদকসহ বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন বলেও জানিয়েছেন অনিক মাহবুব চৌধুরী।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!