X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

না.গঞ্জে গয়েশ্বর ও শাহজাহানকে অবাঞ্ছিত ঘোষণা করল বিএনপির পদবঞ্চিতরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৪৯আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৫১

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কমিটিতে নিষ্ক্রিয় নেতাদের স্থান দেওয়ার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানকে দায়ী করেছেন নারায়ণগঞ্জ বিএনপির একাংশ। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে সক্রিয় নেতাদের মূল্যায়ন না করে নিষ্ক্রিয়দের মূল্যায়নের অভিযোগে মহানগরের পদবঞ্চিত নেতাদের একটি অংশ কেন্দ্রীয় এই দুই বিএনপি নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করে।

শনিবার বিকালে শহরের মণ্ডলপাড়ায় বিএনপি কার্যালয়ে বিএনপির একাংশের নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সদ্যঘোষিত মহানগর কমিটির উপদেষ্টা আবদুল মজিদ। সভায় আরও উপস্থিত ছিলেন বিলুপ্ত শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, মহানগর বিএনপির প্রচার সম্পাদক সুরুজ্জামান, আবদুল হামিদ খান ভাসানী, নুরুল হক চৌধুরী দিপু প্রমুখ।

সভায় বিলুপ্ত শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ‘সম্মেলনের মাধ্যমে গঠিত কমিটিকে পাশ কাটিয়ে অগঠনতান্ত্রিকভাবে সংস্কারপন্থী, বিএনএফ, বিকল্পধারা ও কল্যাণ পার্টির নেতাকর্মীদের নিয়ে সদ্য গঠিত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে অনেকেই স্থান পেয়েছে যারা গত আট বছরে একদিনও আন্দোলনে মাঠে নামেনি। তারা মামলার আসামি হয়নি, জেলেও যায়নি। অথচ আমরা মামলার আসামি হয়ে দীর্ঘদিন পলাতক ছিলাম, জেলহাজতে ছিলাম, জেলখানায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। আর আামাদের বাদ দিয়ে কমিটি করা হয়েছে নিষ্ক্রিয়দের নিয়ে। শিগগিরই জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আমরা দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে প্রকৃত চিত্র তুলে ধরব।’

সভায় সদ্যঘোষিত মহানগর বিএনপির উপদেষ্টা আবদুল মজিদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেন।

উল্লেখ্য, ১৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়। আগের কমিটির সেক্রেটারি কাজী মনিরুজ্জামান নতুন কমিটিতে সভাপতি হয়েছেন। আর নতুন কমিটিতে সেক্রেটারি হয়েছেন জেলা যুবদলের সাবেক সভাপতি অধ্যাপক মামুন মাহমুদ। অন্যদিকে, সাবেক এমপি আবুল কালামকে সভাপতি ও এটিএম কামালকে সেক্রেটারি করে ২৩ সদস্যের মহানগর বিএনপির কমিটি (আংশিক) গঠন করা হয়। পরদিন আংশিক দুই কমিটির অনুমোদন দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশও দেন তিনি।

এর আগে, শনিবার দুপুরেই মহানগর বিএনপির দ্বিতীয় যুগ্ম সম্পাদকের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমূর আলম খন্দকারের ছোট ভাই মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। ‘এক নেতা এক পদ’ নীতি অনুসরণ করে তিনি পদত্যাগ করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। খোরশেদ টানা তিনবার সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলর ও একইসঙ্গে মহানগর যুবদলের আহ্বায়কের পদে রয়েছেন।

/টিআর/ আপ-এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!