X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কক্সবাজারের শহীদ স্মৃতিস্তম্ভে আগুন

আবদুল আজিজ, কক্সবাজার
২৭ ফেব্রুয়ারি ২০১৭, ০০:৪৪আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ০০:৪৭

কক্সবাজারের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে। এতে স্মৃতিস্তম্ভের বেশ কিছু অংশ পুড়ে গেছে। রবিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

শহীদ স্মৃতিস্তম্ভে আগুন প্রত্যক্ষদর্শী আব্দুল হাকিম জানান, সন্ধ্যায় কে বা কারা শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা সম্বলিত শহীদ স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেয়। এতে মুহূর্তে আগুনের লেলিহান শিখায় জ্বলে উঠে স্মৃতিস্তম্ভটি।

শহীদ স্মৃতিস্তম্ভের সামনে অবস্থিত ফুলের দোকানদার আব্দুর রহিম ও মোহাম্মদ মনির বলেন, ‘প্রতিদিন সন্ধ্যা হলেই এই স্মৃতিস্তম্ভের পেছনে মাদকসেবীদের আড্ডা চলে। হয়তো তাদেরই কেউ স্মৃতিস্তম্ভে আগুন লাগিয়ে দিয়েছে।’

কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার মো. শাহাজাহান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যারা শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেয়, তারা জাতির শত্রু। এটি মুক্তিযুদ্ধ অবমাননার সামিল। তাই এর সুষ্ঠু তদন্ত করা দরকার।’ এসময় তিনি দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা শহীদ স্মৃতিস্তম্ভটি দেখভাল করার জন্য একজন লোক নিয়োগ দেওয়ারও দাবি জানান।

শহীদ স্মৃতিস্তম্ভে আগুন এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, ‘শহীদ স্মৃতিস্তম্ভে আগুন লাগার খবর পেয়ে দ্রুত গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে শহীদ স্মৃতিস্তম্ভের সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।’

তিনি উপস্থিত স্থানীয়দের বরাত দিয়ে আরও বলেন, ‘একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে দেওয়া ফুলের অংশগুলো শহীদ স্মৃতিস্তম্ভে ফেলা হয়েছিলো। স্থানীয়রা মানসিক ভারসাম্যহীন এক লোককে আগুন ধরিয়ে দিয়ে চলে যেতে দেখেছে। তারপরও অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত করা হবে।’

উল্লেখ্য, ২০০৬ সালে কক্সবাজার জেলা পরিষদের অধীনে গণপূর্ত বিভাগ প্রায় ১১ লাখ টাকা ব্যয়ে কক্সবাজার শহীদ স্মৃতিস্তম্ভটি নির্মাণ করেন। কক্সবাজার জেলার মহান মুক্তিযুদ্ধে বীর শহীদের তালিকা স্বরণীয় করে রাখতে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে স্থাপিত হয় এ স্মৃতিস্তম্ভটি।

/এমও/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ