X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

রিকশাচালকের মাথা ন্যাড়া করার ঘটনায় মামলা

চাঁদপুর প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৪৩আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৪৯

ইব্রাহীম খলিল ওরফে হেনজু চাঁদপুরের শাহরাস্তিতে এক রিকশাচালকের ওপর মধ্যযুগীয় বর্বরতা চালানোর ঘটনা ঘটেছে। তার নাম মো. ইব্রাহীম খলিল ওরফে হেনজু (৩৪)। পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা এবং স্থানীয় প্রভাবশালীদের সালিসি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ১০ হাজার টাকা না দেওয়ায় স্থানীয় একটি মুরগী দোকানে ১২ ঘণ্টা আটকে রাখার পর মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে বাজারে ঘুরানো হয় তাকে।
এসব তথ্য পেয়েছেন জানিয়ে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মাথা ন্যাড়া করায় রিকশাচালক ইব্রাহীম আত্মহত্যার চেষ্টা করেছে। ফাঁসি দিয়ে কিংবা বিষ খেয়ে মরবে বলেও হুমকি দিয়েছে সে। স্থানীয় লোকজন বিষয়টি আমাদের জানালে থানায় এনে তাকে মানসিকভাবে শান্ত রাখার চেষ্টা করেছি। তাকে বুঝিয়েছি, যারা এ মধ্যযুগীয় বর্বরতা চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ও পুলিশ সুপারকে অবগত করেছি। তারাও আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন।’
এ ঘটনায় রবিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে শাহরাস্তি পৌরসভার ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর ও স্থানীয় আওয়ামী লীগ নেতা নাজির হোসেন পাটওয়ারীসহ চার জনের বিরুদ্ধে মামলা করেছেন রিকশাচালক ইব্রাহীম খলিল। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার মেয়ে টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও ছেলে কাউছার আলম (১০) হাফেজী পড়ছে। অথচ আমার বিরুদ্ধে একটি মেয়েকে জ্বালানোর মিথ্যে অভিযোগ এনে আমাকে অন্যায়ভাবে নির্যাতন করা হয়েছে।’
অভিযোগ রয়েছে, একমাস আগে উয়ারুক বাজারে এক নারী রিকশা যাত্রীকে উত্ত্যক্ত করেন ইব্রাহীম খলিল। এরপর মেয়েটি সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র রিপন পাটওয়ারীর কাছে ঘটনাটি জানান। এর প্রেক্ষিতে গত ২৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টায় রিকশাচালক ইব্রাহীম খলিলকে টামটা হাইস্কুল এলাকা থেকে ধরে নিয়ে ঠাকুর বাজার তাজুল ইসলামের মুরগী দোকানে আটকে রাখা হয়। রাত সাড়ে ৮টায় তাকে নিয়ে স্থানীয় সাহেব বাজার জহিরুল ইসলাম পাটওয়ারীর মুদি দোকানে সালিসি বৈঠক বসে। এখানে ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর নাজির হোসেন পাটওয়ারী, ছাত্রলীগ নেতা রিপন পাটওয়ারী, ছাত্রদল নেতা বাহারউদ্দিন বাবুর নেতৃত্বে বৈঠক হয়।
সালিসে অভিযুক্ত ইব্রাহীম খলিলকে ১০ হাজার টাকা জরিমানা করাসহ সাদা কাগজে মুচলেকা নেওয়ার সিদ্ধান্ত দেন বৈঠককারীরা। কিন্তু দিনমজুর রিকশাচালক টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে স্থানীয় সাহেব বাজারের সিরূপ চন্দ্র শীলের দোকানে নিয়ে মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে বাজারে ঘুরানোর পর সাদা কাগজে স্বাক্ষর নিয়ে ছেড়ে দেওয়া হয়।
তবে নিজের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর নাজির হোসেন পাটওয়ারী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৈঠকে মাথা ন্যাড়া, জুতার মালা ও সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার সিদ্ধান্ত আমি দেইনি। কে বা কারা ওইসব সিদ্ধান্ত দিয়ে তাকে মাথা ন্যাড়া করে বাজারে ঘুরিয়েছে তা বলতে পারবো না। এ বিষয়ে আমি কোনও সালিসি বৈঠকে বসিনি।’

শাহরাস্তি পৌরমেয়র হাজী আব্দুল লতিফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি এখন চট্টগ্রামে অবস্থান করছি। এ ঘটনা সম্পর্কে আমি অবগত নই। তাই বিষয়টি সম্পর্কে না জেনে কিছু বলতে পারছি না।’

প্রসঙ্গত, রবিবার স্বতন্ত্র সংসদ সদস্য রহিম উল্লাহর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, গ্রাম্য সালিশদার, চেয়ারম্যান বা মেম্বাররা যেন বিচারের নামে প্রকাশ্যে কারও মাথার চুল কাটা, কান ধরে ওঠবস, গলায় জুতার মালা পরানো, নাকে খত দেওয়া, ঝাড়– পেটা ইত্যাদি অমানবিক সাজা দিতে না পারে, সেজন্য পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’

/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী