X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ওসি কুনিও হত্যায় ৫ জনের ফাঁসি

রংপুর প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১১:১৮আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:২৬

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা
জাপানি নাগরিক ওসি কুনিও হত্যা মামলায় পাঁচ জেএমবি সদস্যের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকার এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা, ইসহাক আলী, লিটন মিয়া, আহসান উল্লাহ আনসারী ও সাখাওয়াত হোসেন। এছাড়া আবু সাঈদ খালাস পেয়েছেন। আসামিদের মধ্যে আহসান উল্লাহ আনসারী পলাতক। 

সরকার পক্ষের আইনজীবী পিপি আব্দুল মালেক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি জানান, দেশকে অস্থিতিশীল করতে এবং দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্যই নব্য জেএমবির সদস্যরা বিদেশি নাগরিকদের হত্যার পরিকল্পনা করে। তারই অংশ হিসেবে ২০১৫ সালের ৩ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের কচু আলুটারী গ্রামে রিকশায় নিজের ঘাসের খামারে যাওয়ার সময় জাপানি নাগরিক ওসি কুনিওকে গুলি করে হত্যা করে জঙ্গিরা।

এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে সরকার পক্ষের এ আইনজীবী বলেন, এ মামলায় বাদী পক্ষে ৫৫ জন এবং আসামি পক্ষের একজন সাফাই সাক্ষীসহ ৫৬ জন আদালতে সাক্ষ্য দেন। আসামি মাসুদ রানা, লিটন মিয়া ও ইসহাক আলী ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করে। অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক পাঁচ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন। এ রায়ে সন্তোষ প্রকাশ করে তা দ্রুত কার্যকর করার দাবি জানান তিনি।

এদিকে, আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল হোসেন  জানান, রায়ের বিরুদ্ধে তারা  উচ্চ আদালতে আপিল করবেন। 

অন্যদিকে, রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রংপুরের সাধারণ মানুষ। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু বলেন, এ  রায়ের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে অপরাধ করলে কেউই পার পাবে না। তিনি দ্রুত রায় কার্যকর করার দাবি জানান।

সাংস্কৃতিক কর্মী মাহবুব রহমানও দ্রুত রায় কার্যকর করার দাবি জানান।

 

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি