X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ফের রিমান্ডে মেয়র মিরু ও তার ভাই

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১২:০০আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১২:০০

শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরু সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি শাহজাদপুর পৌর মেয়র ও সাময়িক বহিস্কৃত জেলা আওয়ামী লীগ নেতা হালিমুল হক মিরু এবং তার ভাই হাবিবুল হক মিন্টুর দ্বিতীয় দফা রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ও শাহজাদপুর আমলী আদালতের অতিরিক্ত দায়িত্বে থাকা বিচারক নজরুল ইসলাম তাদের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

শাহজাদপুর আমলী আদালতের জেনারেল রেকর্ড অফিসার (জিআরও) মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। রিমান্ড মঞ্জুরের পর আদালত থেকে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, শিমুল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মুনির হোসেন গত ২০ ফেব্রুয়ারি মেয়র মিরু ও মিন্টুকে ফের জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন। মঙ্গলবার সকাল পৌনে ১১টার সময় তাদের সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক তাদের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মিরুর ভাই মিন্টু এর আগে গত ১৩ ফেব্রুয়ারি মিরু এবং ১৫ ফেব্রুয়ারি মিন্টুর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। দুজনেরই পাঁচদিন করে রিমান্ড এরইমধ্যে শেষ হয়েছে।

প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মেয়র মিরু ও তার ভাই মিন্টুর শটগানের গুলিতে গুরুতর আহত হন দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। পরদিন ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় মেয়র মিরু, তার ভাই মিন্টুসহ ১৮ জন এবং অজ্ঞাত আরও ২০/২৫ জনকে আসামি করে শাহজাদপুর থানায় হত্যা মামলা করেন শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুন। ৫ ফেব্রুয়ারি রাতে মিরুকে ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তার দুই সহোদর মিন্টু এবং পিন্টুকেও গ্রেফতার করা হয়। দুটি মামলায় পুলিশ এখন পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা