X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পরিবহন ধর্মঘট: হাঁটাই যাত্রীদের ভরসা

মানিকগঞ্জ প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৩০আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:১৪

যাত্রীদের ভোগান্তি চুয়াডাঙ্গার কলেজ শিক্ষক মাহবুল ইসলাম সেলিম কয়েকদিন আগে বেড়াতে যান চট্টগ্রামে। কিন্তু হঠাৎ চুয়াডাঙ্গায় শ্বশুরের মৃত্যুর খবর পেয়ে চট্টগ্রাম থেকে বিমানে আসেন ঢাকায়। পরে ঢাকা থেকে একটি প্রাইভেটকার নিয়ে রওনা দেন চুয়াডাঙ্গার উদ্দেশে। ঢাকা থেকে আসতে বিভিন্ন বাসস্ট্যান্ডে শ্রমিক সংগঠনের পিকেটিং-এর মুখে পড়তে হয় তাকে। মানবিক কারণে ছাড়া পেয়ে মানিকগঞ্জ পর্যন্ত আসতে পারলেও আবারও শ্রমিক সংগঠনের বাধার মুখে পড়েন। কোনোভাবেই তাকে যেতে দেওয়া হচ্ছে না। পরে পুলিশের সহায়তায় মানিকগঞ্জ প্রান্ত থেকে মুক্ত হতে পারলেও সামনের ব্যারিকেড নিয়ে ততক্ষণে আরও আতঙ্কে ছিলেন সেলিম। শ্বশুরের জানাজায় শরিক হতে পারবেন কিনা সেটাও অনিশ্চিত হয়ে পড়ে। যানবাহন আটকে যাত্রীদের হয়রানি

এ রকম শত শত মানুষের ভোগান্তির চিত্র ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে চোখে পড়েছে মানুষের দুর্ভোগের চিত্র।

সড়ক দুর্ঘটনায় মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের ঘটনায় গত বুধবার (২২ ফেব্রুয়ারি) চুয়াডাঙ্গার বাসচালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে শ্রমিক সংগঠনের ডাকে সড়ক অবরোধে নাকাল হয়ে পড়েছেন যাত্রীরা। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকে পিকেটিং করতে থাকে। দূরপাল্লার কোনও যানবাহন চলাচল করেনি ঢাকা-আরিচা মহাসড়কে। এছাড়া জেলার অভ্যন্তরীণ সড়কগুলোতেও কোনও ধরনের যাত্রীবাহী বাস চলাচল করতে দেখা যায়নি। ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে বিভিন্ন যানবাহনে ভেঙে ভেঙে কোনোমতে মানিকগঞ্জ পর্যন্ত আসতে পারছেন অনেকে। তবে পাটুরিয়া কিংবা আরিচা পর্যন্ত যেতে কোনও ধরনের যানবাহন না পেয়ে চরম ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। বাধ্য হয়ে পায়ে হেঁটে পাটুরিয়ার পথে রওনা দেন। মানিকগঞ্জ থেকে পাটুরিয়া পর্যন্ত ২৭ কিলোমিটার পথে তাই মানুষের ঢল। যাত্রীদের ভোগান্তি

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের মানিকগঞ্জ শাখার সভাপতি বাবুল সরকার জানান, যেহেতু এই অবরোধ কর্মসূচি কেন্দ্রীয়ভাবে আহ্বান করা হয়েছে তাই কেন্দ্রের সিদ্ধান্তের বাইরে তারা কর্মসূচি প্রত্যাহার করতে পারেন না।

/বিএল/এফএস/ 

আরও পড়ুন- 


এসপি বাবুল সম্পর্কে যা বললেন শ্বশুর-শাশুড়ি

সম্পর্কিত
সর্বশেষ খবর
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা