X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ধর্মঘটে স্থবির হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি বাণিজ্য

হিলি প্রতিনিধি
০১ মার্চ ২০১৭, ১৩:৩৯আপডেট : ০১ মার্চ ২০১৭, ১৩:৪২

পরিবহন ধর্মঘটের কারণে হিলি স্থলবন্দরের ভেতরে শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়ে আছে সারাদেশে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের কারণে স্থবির হয়ে পড়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি বাণিজ্য। বন্দর দিয়ে দু’দেশের মধ্যে বাণিজ্য চালু থাকলেও বন্দর থেকে পণ্য খালাস ও দেশের অভ্যন্তরে পণ্য পরিবহন করতে না পারায় বিপাকে পড়েছেন আমদানিকারকরা। এদিকে বন্দরের ভেতরে পণ্যবাহী ট্রাক আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।
হিলি থেকে রাজধানী ঢাকাগামী দূরপাল্লার পরিবহনসহ সব রুটে আন্তঃজেলা পরিবহন চলাচল বন্ধ রয়েছে। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। হিলি ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাওয়া আসা কমে গেছে। আবার বাস না চলাচলের কারণে অনেকে ভারত থেকে দেশে ফিরে আটকা পড়েছেন। বিভিন্ন পরিবহন কাউন্টারে তাদের অপেক্ষা করতে দেখা গেছে। তবে কম দুরত্বের লোকজন ভেঙে ভেঙে বিকল্প যানবাহনে করে গন্তব্যস্থলে যাচ্ছেন। এছাড়াও দেশের অভ্যন্তরে পণ্য পরিবহন করতে না পারায় সড়কের পাশে অনেক পণ্যবাহী ট্রাককে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

স্থানীয় শ্রমিক নেতারা বলেন, চালকের যাবজ্জীবন কারাদণ্ড এমন সিন্ধান্ত আমরা মানি না। এর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) থেকে বাস চলাচল বন্ধ রেখেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এবং কেন্দ্রীয়ভাবে কোনও সিন্ধান্ত না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

হিলি স্থলবন্দরের আমদানিকারক মামুনর রশীদ বাংলা ট্রিবিউনকে জানান, ভারত থেকে পণ্য আমদানি করে আমরা আমদানিকারকরা বিপাকে পড়েছি। বিশেষ করে কাঁচাপণ্য পেঁয়াজ নিয়ে। বন্দর থেকে স্থানীয়ভাবে যদিও পণ্য পরিবহন ব্যবস্থা চালু রয়েছে। কিন্তু পরিবহন সংকটের কারণে হিলি থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পণ্য পরিবহন ব্যবস্থা পুরোপুরি বন্ধ রয়েছে। এর ফলে বন্দর থেকে পণ্য খালাস করা যাচ্ছে না। যার কারণে বন্দরের অভ্যন্তরে পণ্যবাহী ট্রাক আটকা পড়ে বন্দরকে অতিরিক্ত মাশুল দিতে হচ্ছে। অপরদিকে পণ্য আটকা থাকে পণ্য পঁচে নষ্ট হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমদানিকারকরা। অপরদিকে বন্দর থেকে পণ্য খালাস না হওয়ার কারণে ভারত অভ্যন্তরে পেঁয়াজসহ বেশকিছু পণ্যবাহী ট্রাক আটকা পড়ে আছে।

পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ বিষয়ক কর্মকর্তা সোহরাব হোসেন জানান, বন্দর দিয়ে দু’দেশের মধ্যে পণ্য আমদানি রফতানি বাণিজ্য চালু রয়েছে। তবে পরিবহন ধর্মঘটের কারণে আমদানিকারকরা ট্রাক না পাওয়ার কারণে বন্দরের ভেতরে পণ্য লোড-আনলোড কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। এতে করে মঙ্গলবারের প্রায় শতাধিক পণ্যবাহী ট্রাক বন্দরের অভ্যন্তরে আটকা পড়ে আছে। এর ওপর আজ যেসব পণ্যবাহী ট্রাক বন্দরের ভেতরে প্রবেশ করবে সেগুলো মিলিয়ে বন্দরের ভেতরে একটা বড় ধরনের যানজট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে করে একদিকে যেমন বন্দর কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি সরকারও রাজস্ব পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
হৃদয় বিদারক সেই ঘটনার ১১ বছর
হৃদয় বিদারক সেই ঘটনার ১১ বছর
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক