X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘ট্রাকচাপায় খোদেজাকে হত্যার ঘটনা ছিল পরিকল্পিত’

নাদিম হোসেন,সাভার
০১ মার্চ ২০১৭, ১৮:০১আপডেট : ০১ মার্চ ২০১৭, ১৮:০৩

‘ট্রাকচাপায় খোদেজাকে হত্যার ঘটনা ছিল পরিকল্পিত’ সাভারের হেমায়েতপুরে ট্রাকচাপায় খোদেজা বেগমের (৩৮) নিহতের ঘটনায় সোমবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকার পাঁচ নম্বর জজ কোর্টের রায়ে ট্রাকচালক মীর হোসেনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ওই ঘটনাটি নিছক সড়ক দুর্ঘটনা উল্লেখ করে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সারাদেশে এ রায়ের প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাক দেওয়া হয়। তবে নিহতের পরিবারের দাবি, ট্রাকচালক ইচ্ছা করেই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।


সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) খোন্দকার আব্দুল মান্নান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২০০৩ সালের ২০ জুন সাভারের ঝাউচর এলাকায় ট্রাকচাপা দিয়ে খোদেজা বেগমকে হত্যার ঘটনাটি ছিল পরিকল্পিত।’
তিনি আরও বলেন, ‘মৃত্যুদণ্ড পাওয়া ট্রাকচালক মীর হোসেনের বাড়ি এবং নিহতের বাড়ি একই এলাকায়। ঘটনার দিন নিহতের বাড়ির সামনের পারিবারিক রাস্তা দিয়ে ট্রাকে করে মাটি নিয়ে যাচ্ছিলেন ট্রাকচালক মীর হোসেন। ওই সময় খোদেজা এবং তার স্বামী নুরু গাজী তাদের পারিবারিক রাস্তা দিয়ে মাটিভর্তি ট্রাক চলাচলে বাধা দেন। তখন ক্ষিপ্ত হয়ে ট্রাকচালক মীর হোসেন তাদের ওপর দিয়ে ট্রাক চালিয়ে দেন। এতে ঘটনাস্থলেই খোদেজার মৃত্যু হয়। তার স্বামী নুরু গাজী লাফিয়ে সরে গিয়ে প্রাণে বেঁচে যান।’
পাবলিক প্রসিকিউটর বলেন,‘এটা কোনও দুর্ঘটনাজনিত মৃত্যু ছিল না। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। মামলার চার্জশিটও করা হয়েছে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দণ্ডবিধির ৩০২ ধারায়।’

তিনি আরও বলেন, ‘সেসময় কিন্তু আসামিপক্ষ এটিকে দুর্ঘটনা দাবি করে উচ্চ আদালতে যায়নি। আসামির এখনও উচ্চ আদালতে আপিলের মাধ্যমে বলার সুযোগ রয়েছে। কিন্তু তারা অযৌক্তিক কথা বলে যাচ্ছেন।’
এদিকে মীর হোসেনের মৃত্যুদণ্ড ও মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ, মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের ঘটনায় বাসচালক জমির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকে পরিবহন শ্রমিক। পরে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের আহ্বানে টানা ৩৩ ঘণ্টা পর বুধবার (১ মার্চ) বিকাল সাড়ে ৩টায় যান চলাচল স্বাভাবিক হয়।
সাভারের ঝাউচর গ্রামে সেদিনের ঘটনার প্রত্যক্ষদর্শী নাসিমা বেগম, সলিম মিয়া এবং জুলেখা বেগমসহ একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০৩ সালের ঘটনার কয়েকদিন আগে থেকেই ট্রাকচালক মীর হোসেন খোদেজা বেগমের বাড়ির পাশের একটি জমিতে মাটি ভরাটের কাজ করছিলেন। ট্রাকভর্তি মাটি নিয়ে তিনি খোদেজা বেগমের পারিবারিক রাস্তা দিয়ে যাতায়াত করতেন। প্রতিনিয়ত ট্রাক চলাচলের কারণে রাস্তায় অবস্থা বেহাল দশায় পরিণত হয়। ওই রাস্তা দিয়ে ট্রাক চলাচলের প্রতিবাদ জানান খোদেজা বেগম ও তার স্বামী। এ নিয়ে মীর হোসেন ও খোদেজার পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ২০০৩ সালের ২০ জুন খোদেজা বেগমের নিষেধাজ্ঞা অমান্য করে ওই রাস্তা দিয়ে আবারও মাটির ট্রাক নিয়ে আসেন ট্রাকচালক মীর হোসেন। এ সময় ট্রাকের সামনে দাঁড়িয়ে বাধা দেন খোদেজা বেগম, তার স্বামী এবং প্রতিবেশীরা। এতে ক্ষিপ্ত হয়ে ট্রাকচালক মীর হোসেন অবরোধকারীদের রাস্তা থেকে সরে দাঁড়াতে বলেন। অন্যথায় তাদের ওপর দিয়ে ট্রাক চালিয়ে নেওয়ার হুমকি দেওয়া হয়। এরপরেও তারা রাস্তা থেকে না সরে না দাঁড়ানোয় মীর হোসেন ট্রাকে উঠে দ্রুত বেগে অবরোধকারীদের ওপর ট্রাক চালিয়ে দেন। এ সময় সড়কের ওপরে থাকা অবরোধকারীরা দ্রুত রাস্তা থেকে সড়ে গেলেও খোদেজা বেগম যেতে পারেননি। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এসে ট্রাকচালককে আটক করে থানায় হস্তান্তর করে।
খোদেজা বেগমের ছেলে বিল্লাল হোসেন বলেন, ‘ঘটনার পরপরই দুই দফা তদন্ত করে সাভার মডেল থানা পুলিশ। ঘটনাটি যে একটি হত্যাকাণ্ড সেটি পুলিশের তদন্ত এবং আদালতের সাক্ষ্য প্রমাণেও প্রমাণিত হয়েছে। দীর্ঘ ১৩ বছরে এই মামলায় ১০ জনের সাক্ষ্য নেন আদালত।’
খোজেদার স্বামী নুরু গাজী বলেন, ‘এটি অন্য সড়ক দুর্ঘটনার মতো ঘটনা নয়। ঘটনাটি সড়ক কিংবা কোনও মহাসড়কে ঘটেনি। নিজেই ক্ষিপ্ত হয়ে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে ট্রাকচালক মীর হোসেন। ’
অন্যদিকে সাজাপ্রাপ্ত আসামি মীর হোসেনের ভাই ইমতাজ আলী বলেন, ‘আমার ভাই ইচ্ছাকৃতভাবে খোদেজা বেগমকে ট্রাকচাপা দেয়নি। মীর হোসেন মাটি ভরাটের কাজ করতেন। এছাড়াও ওই সড়কটিতে গর্ত ছিল। পরে পেছনের চাকায় পিষ্ট হয়ে খোদেজা বেগম নিহত হন।’
/এআর/ইউআই/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)