X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ত্বকী হত্যার বিচারে প্রধানমন্ত্রীর নির্দেশ চেয়ে ২১ বিশিষ্ট জনের বিবৃতি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০১ মার্চ ২০১৭, ১৯:৩২আপডেট : ০১ মার্চ ২০১৭, ১৯:৩৫

  Narayanganj_TAKI

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের বিচারে প্রধানমন্ত্রীর নির্দেশ চেয়ে বিবৃতি দিয়েছেন দেশের ২১ বিশিষ্ট জন। বুধবার দুপুর ৩টার দিকে ২১ বিশিষ্ট জনের স্বাক্ষর করা একটি বিজ্ঞপ্তি গণমাধ্যমের কাছে পাঠিয়েছেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন আহমদ রফিক, ড. আনিসুজ্জামান, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ড. সনজীদা খাতুন, কামাল লোহানী, অধ্যাপক হাসান আজিজুল হক, অধ্যাপক যতীন সরকার, ড. বদিউল আলম মজুমদার, ড. হায়াৎ মামুদ, ড. সৈয়দ আনোয়ার হোসেন, সৈয়দ আবুল মকসুদ, অধ্যাপক শান্তনু কায়সার, ড. সফিউদ্দিন আহমদ, ডা. সারোয়ার আলী, ড. মালেকা বেগম, অধ্যাপক শফি আহমেদ, মামুনুর রশীদ, আয়েশা খানম, মফিদুল হক, অধ্যাপক এম এম আকাশ ও অধ্যাপক আনু মুহাম্মদ।

বিবৃতিতে তারা উল্লেখ করেন, ‘নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকীকে হত্যা করা হয় ৬ মার্চ ২০১৩ সালে। এ হত্যাকাণ্ডের ৪ বছরেও মামলার অভিযোগপত্র না দেওয়ায় আমরা ব্যথিত ও ক্ষুব্ধ। সংবাদ মাধ্যমে আমরা জেনেছি এ হত্যার সঙ্গে জড়িত একাধিক ঘাতক ১৬৪ ধারায় জবানবন্দির মাধ্যমে হত্যা সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়েছেন। ৩ বছর আগে এ হত্যার তদন্তকারী সংস্থা র‌্যাব সংবাদ সম্মেলনের মাধ্যমে হত্যাকাণ্ডের বিস্তারিত বিবরণ দেয়।এসময় উপস্থিত সংবাদকর্মীদের একটি খসড়া অভিযোগপত্র দেওয়া হয়। কিন্তু আজ পর্যন্ত সেই অভিযোগপত্র আদালতে পেশ করা হয় নাই। আমরা দ্রুত অভিযোগপত্র দেওয়ার জন্য ও এ নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার সম্পন্ন করার জন্য প্রজাতন্ত্রের নির্বাহী প্রধান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীকে নির্দেশ প্রদানের জন্য আবেদন জানাচ্ছি।’

প্রসঙ্গত ত্বকী ২০১৩ সালের ৬ মার্চ অপহরণ হয়। দুদিন পর শীতলক্ষ্যার একটি খালে তার লাশ পাওয়া যায়। মামলাটি এখন র‌্যাব-১১ তদন্ত করছে। তবে ৪ বছরেও আদালতে চার্জশিট দেওয়া হয়নি।

/জেবি/

আরও পড়তে পারেন: জামালপুরে ৯৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
অবৈধ ব্যবহারকারীদের ধরতে বাড়ি বাড়ি যাবে তিতাস
অবৈধ ব্যবহারকারীদের ধরতে বাড়ি বাড়ি যাবে তিতাস
ছক্কায় মুশফিকের ‘আউট’ নিয়ে যা বললেন রনি
ছক্কায় মুশফিকের ‘আউট’ নিয়ে যা বললেন রনি
ফাইনালে ১১ মিনিট লড়াই, জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
ফাইনালে ১১ মিনিট লড়াই, জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়: জিএম কাদের
বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়: জিএম কাদের
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা