X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রাস্তায় যানবাহন বাড়ছে, যাত্রীরা স্বস্তিতে

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ মার্চ ২০১৭, ২০:২৮আপডেট : ০১ মার্চ ২০১৭, ২০:২৮

যান চলাচল ফের শুরু এক ট্রাক চালকের মৃত্যুদণ্ড ও এক বাসচালকের যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে সারাদেশে ডাকা পরিবহন ধর্মঘট বুধবার শেষ হয়েছে। বেলা আড়াইটার দিকে সরকারের পক্ষ থেকে পরিবহন শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানানোর পরপরই দেশের বিভিন্ন স্থানে গণপরিবহন শুরুর খবর পাওয়া গেছে। এতে করে চরম দুর্ভোগে পড়া যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে আসতে শুরু করেছে।   

সাভারে এক নারীকে ট্রাকচাপায় হত্যার মামলায় চালক মীর হোসেনের ‍মৃত্যুদণ্ড এবং সাংবাদিক মিশুক মুনীর ও চিত্র পরিচালক তারেক মাসুদসহ পাঁচজনের মৃত্যুর ঘটনায় বাসচালক জামীর হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের ধর্মঘট বুধবার প্রত্যাহার করা হয়েছে। নানা বিশৃঙ্খলার মধ্য দিয়ে টানা ৩৩ ঘণ্টা ধর্মঘট পালনের পর বুধবার (১ মার্চ) বিকাল ৩টার পর যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। 

আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ-

নারায়ণগঞ্জ

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল শুরু হয়েছে। বুধবার বিকাল ৩টা থেকে বাস চলাচল চালু হয়। বনধন পরিবহনের পরিচালক আইউব আলী জানান, সব পরিবহনের বাস চলাচল শুরু করেছে। অনেক শ্রমিকেরা স্ট্যান্ডের বাইরে থাকায় একসঙ্গে সব বাস চালু করা সম্ভব হয়নি। ধীরে ধীরে সেটা স্বাভাবিক হবে। যান চলাচল ফের শুরু

কুমিল্লা

কুমিল্লার ৩২টি রুটে বুধবার দুপরের পর থেকে যান চলাচল শুরু হয়েছে। কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া, শাসনগাছা ও চকবাজার টার্মিনাল থেকে বাস চলাচল শুরু হয়েছে। যাত্রীদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে বাস টার্মিনালগুলো। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও যান চলাচল বেড়েছে। এতে যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন। 

যশোর

পরিবহন ধর্মঘট প্রত্যাহারের পর বেলা ৩টার দিকে যশোরে যানবাহন চলাচল শুরু হয়। এ সময় যশোর কেন্দ্রীয় বাস টার্মিনালের কাউন্টারে যাত্রীদের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বেশিরভাগ কাউন্টারে শ্রমিকরা পৌঁছেছেন। এদিকে শহরে ট্রাক, লরি ও কাভার্ডভ্যান চলাচল করতে দেখা গেছে।

নীলফামারী

নীলফামারীতে বুধবার বিকাল সাড়ে চারটার পর যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। জেলা শহরের বাসস্ট্যান্ডগুলোতে বাসের যাত্রী উঠানামা করতে দেখা গেছে। সন্ধ্যার পর থেকে যান চলাচল পুরোটাই স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন নীলফামারী বাস ট্রাক মালিক সমিতির সভাপতি মো. শাহজাহান আলী।

কুড়িগ্রাম

কু‌ড়িগ্রা‌মে প‌রিবহন ধর্মঘট প্রত্যাহার হ‌য়ে‌ছে এবং দূরপাল্লার যান সহ আন্তঃ‌জেলা সড়ক যোগা‌যোগ চালু হ‌য়ে‌ছে।

/এআর/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ