X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন: দু’দলেই গ্রুপিংয়ের ক্ষত

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
০১ মার্চ ২০১৭, ২১:০১আপডেট : ০২ মার্চ ২০১৭, ১২:৩৭

কুমিল্লা সিটি করপোরেশন আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)-এর নির্বাচন। স্থানীয় পর্যায়ের হলেও এ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।নিকট ভবিষ্যতে কুমিল্লা জেলা থেকে বিভাগীয় সদর দফতরে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা থাকায় কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনকে মর্যাদার লড়াই হিসেবেই দেখছে বড় দুটি দল। উভয়দলই ইতোমধ্যে তাদের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে ।
কিন্তু, দলীয় মনোনয়ন চূড়ান্ত হলেও উভয় দলেই গ্রুপিংয়ের অভিযোগ রয়েছে, যার বিরূপ প্রভাব নির্বাচনে পড়ার আশঙ্কা করছে সচেতনমহল। তবে এমন আশঙ্কাকে অমূলক বলে উড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপি থেকে মনোনীত প্রার্থীরা।
আওয়ামী লীগ প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা প্রত্যাশা করে বলেছেন, ‘চাচা (সদরের এমপি আ ক ম বাহাউদ্দিন) অভিমান ভুলে নৌকার পক্ষেই কাজ করবেন। কারণ তিনি নৌকারই লোক।’
অন্যদিকে বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কু বলেছেন, ‘কুমিল্লা বিএনপিতে কোনও গ্রুপিং নেই। আমরা এখন এক সঙ্গে কাজ করবো।’
আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে সাংবাদিকদের আঞ্জুম সুলতানা সীমা বলেন, ‘সোমবার রাতে চাচার (সদরের এমপি আ ক ম বাহাউদ্দিন) দোয়া নিতে গিয়েছি। তিনি দোয়া ছাড়া অন্য কিছু করতে অপারগতা প্রকাশ করেছেন, তবে আমি হতাশ নই। আমি আশাবাদী, চাচা অভিমান ভুলে নৌকার পক্ষেই কাজ করবেন। কারণ তিনি নৌকারই লোক।’
সীমা আরও বলেন, ‘প্রধানমন্ত্রী আমার প্রতি আস্থা রেখে, বিশ্বাস করে যে প্রতীকটি দিয়েছেন তার প্রতি গুরুত্ব দিয়ে কুমিল্লা সিটি করপোরেশনের হারানো সিটটি উদ্ধার করে তাকে উপহার দেবো।’
সীমা বলেন, আমি কুমিল্লা পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান,সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ছিলাম। আমি সব সময় মানুষের জন্য কাজ করেছি। এবার মানুষের জন্য আরও বড় পরিসরে কাজ করার সুযোগ চাই।’
সীমা তার প্রতিদ্বন্দ্বী সাক্কু সম্পর্কে বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি কারও বিরুদ্ধে নই। সবার ভালো-মন্দ নগরবাসী মূল্যায়ণ করবেন।’
উল্লেখ্য, সীমার বাবা প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আফজল খান আর সদরের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের বিরোধ তিন দশকের।
এদিকে কুসিক নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু। মনোনয়ন পেয়ে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন, ‘কুমিল্লা বিএনপিতে অতীতে গ্রুপিং থাকলেও এখন তা নেই। খালেদা জিয়া সে গ্রুপিং মিটিয়ে দিয়েছেন। আমি আর ইয়াছিন সাহেব ( কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন-উর রশিদ ইয়াছিন) একসঙ্গে গিয়ে মনোনয়ন এনেছি। কুমিল্লা বিএনপি এখন ঐক্যবদ্ধ। আমরা সবসময় এক সঙ্গে থাকবো।’
মনিরুল হক সাক্কু আরও বলেন, ‘বিগত বছর বিএনপি কুসিক নির্বাচনে আসেনি বিধায় দল থেকে অব্যাহতি নিয়ে নির্বাচন করেছি। কারণ জনগণের সঙ্গে আমাকে থাকতে হবে। এবার দল আমাকে মনোনয়ন দিয়েছে তাই আমি দলের প্রতি কৃতজ্ঞ।’
প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা সম্পর্কে সাক্কু বলেন, ‘তাকে (আঞ্জুম সীমা) আমি ছোটবোনের মতো দেখি। তিনি আমার পরিষদে কাউন্সিলর ছিলেন। সীমা সিটি করপোরেশনে কম আসতেন, তবে মিটিংয়ে আসতেন। কেউ আমার বিরুদ্ধে বললেও আমি তার বিরুদ্ধে কিছু বলবো না।
উল্লেখ্য- কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন-উর রশিদ ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক সাক্কুর মধ্যে দীর্ঘদিন ধরে গ্রুপিং রয়েছে।

আরও পড়ুন-

এমপি লিটন হত্যাকাণ্ডে রংপুরে আরেকজন ‘গ্রেফতার’

অস্ত্র মামলায় মেয়র পুত্র রিমান্ডে

/এআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!